সব উন্মাদনারই শেষ আছে। হালের জনপ্রিয় গেইম পোকিমন গো হারিয়ে ফেলেছে তার নিজস্ব স্থান।
এই বছরের ৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া পোকিমন গো টানা তিন
সপ্তাহ অ্যাপলের আপ স্টোরের শীর্ষস্থান দখল করে ছিল।
এখন পোকিমন গো-এর স্থান দখল করেছে 'বিটমজি', যার মাধ্যমে মানুষ তাদের নিজেদের 'কার্টুন স্টিকার' তৈরি করতে পারে। চলতি বছরের শুরুর দিকে প্রায় ১০ কোটি টাকায় 'বিটমজি'-কে কিনেছে 'স্ন্যাপচ্যাট' এবং এরই মাধ্যমে 'স্ন্যাপচ্যাট' আর 'বিটমজি' একীভূত হয়েছে।
প্রথম স্থান হারালেও বিশ্লেষকরা ধারণা করছেন, সামনের দুই বছরের মধ্যে ইন-অ্যাপ পারচেইজ থেকে পোকিমন গো এক হাজার কোটি ডলার আয় করবে।
এ খবর প্রকাশের আগের সপ্তাহে অ্যাপল জানায়, পোকিমন গো প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপের তালিকার শীর্ষে ছিল।
ব্যবসায়-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর তথ্যমতে, এটি প্রায় সাড়ে সাত কোটি বার ডাউনলোড করা হয়েছে।
এখন পোকিমন গো-এর স্থান দখল করেছে 'বিটমজি', যার মাধ্যমে মানুষ তাদের নিজেদের 'কার্টুন স্টিকার' তৈরি করতে পারে। চলতি বছরের শুরুর দিকে প্রায় ১০ কোটি টাকায় 'বিটমজি'-কে কিনেছে 'স্ন্যাপচ্যাট' এবং এরই মাধ্যমে 'স্ন্যাপচ্যাট' আর 'বিটমজি' একীভূত হয়েছে।
প্রথম স্থান হারালেও বিশ্লেষকরা ধারণা করছেন, সামনের দুই বছরের মধ্যে ইন-অ্যাপ পারচেইজ থেকে পোকিমন গো এক হাজার কোটি ডলার আয় করবে।
এ খবর প্রকাশের আগের সপ্তাহে অ্যাপল জানায়, পোকিমন গো প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপের তালিকার শীর্ষে ছিল।
ব্যবসায়-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর তথ্যমতে, এটি প্রায় সাড়ে সাত কোটি বার ডাউনলোড করা হয়েছে।