সৌদি আরবের মদিনা শহরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আজ সোমবার পবিত্র মসজিদে নববীর অদূরে ওই হামলা হয়েছে। হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কেউ এই হামলার দায়ও স্বীকার করেনি। খবর বিবিসি, আল-জাজিরা ও আরব নিউজের।
পবিত্র মসজিদে নববীর কাছের একটি পুলিশি চৌকির কাছে ওই হামলা চালানো হয়েছে। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় বিধ্বস্ত গাড়ি জ্বলছে। ধোঁয়া উড়ছে। সামাজিক গণমাধ্যমে কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাড়ি জ্বলছে। এর অদূরে পড়ে আছেন নিরাপত্তা বাহিনীর দুই সদস্য।
এদিকে আজই সৌদি আরবের কাতিফ শহরে পৃথক বোমা হামলার খবর পাওয়া গেছে। শিয়া সম্প্রদায়ের মসজিদ লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ছাড়া জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিদেশি এক নাগরিক এই আত্মঘাতী হামলা চালিয়েছেন। হামলায় নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য সামান্য আহত হয়েছেন।