ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের নিরাপদ তথ্য আদানপ্রদানের জন্য বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে।
সম্প্রতি ফেইসবুকের
মেসেঞ্জার অ্যাপে পরীক্ষণীয় ভাবে এই সেবা চালু করা হয়েছে। ফেইসবুক জানায়, এর মাধ্যমে প্রেরকের
'নির্বাচিত' সময় পর পাঠানো বার্তা
স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে।
একে ফেইসবুকের 'গোপন বার্তা' সেবার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এটি ব্যবহার করার জন্য প্রেরক-কে অবশ্যই একটি নির্দিষ্ট ডিভাইস ব্যবহার করতে হবে, যাতে পাঠানো বার্তা ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়। একইভাবে, যা মুছে ফেলতে হবে তাও ডিভাইসটি থেকেই মুছে ফেলা যাবে।
ফেইসবুক-এর পক্ষ থেকে বলা হয়, "কারও সঙ্গে গোপন আলাপচারিতা ব্যবহারকারী ইচ্ছামতো নির্বাচন করতে পারেন। তবে এই আলাপচারিতা কেবল প্রেরকের নির্দিষ্ট ডিভাইস থেকেই পড়া সম্ভব, যা সবার কাছে সুবিধাজনক নাও হতে পারে।"
এই সেবার সুবিধা হিসেবে ফেইসবুক স্বাস্থ্য এবং আর্থিক সমস্যাজনিত বা প্রেমবিষয়ক বার্তা, যা মানুষ আরও গোপন রাখতে চায় তার উদাহরণ তুলে ধরে।
তারা জানিয়েছে, যদিও এই সেবার সীমিত পরীক্ষামূলক সংস্করণ চালু করা হয়েছে, গ্রীষ্মের আগেই এর উন্নত সংস্করণ পাওয়া যাবে।
ভিডিও আর জিফ এখন গোপন করা যাবে না। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে- অতিরিক্ত 'গালিগালাজ' শনাক্তকরণ। এটি চালু হলে বার্তা মুছতে কিছুটা দেরি হবে।
সারে ইউনিভার্সিটি-এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেন উডওয়ার্ড বলেন, "এই সেবা মূলত একটি সাংকেতিক প্রোটোকল দিয়ে তৈরি, যা ব্যাপকভাবে মেসেজিং আপ্লিকেশনগুলোতে ব্যবহৃত হয়।"
অধ্যাপক উডওয়ার্ড এই সেবার বিষয়ে বিবিসি কে বলেন, "আমি এই সেবা নিয়ে আগ্রহী। আমি দেখতে চাই কীভাবে এটি 'সিস্টেম-বিশ্লেষণ' কোড যাচাইয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়।"
একে ফেইসবুকের 'গোপন বার্তা' সেবার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এটি ব্যবহার করার জন্য প্রেরক-কে অবশ্যই একটি নির্দিষ্ট ডিভাইস ব্যবহার করতে হবে, যাতে পাঠানো বার্তা ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়। একইভাবে, যা মুছে ফেলতে হবে তাও ডিভাইসটি থেকেই মুছে ফেলা যাবে।
ফেইসবুক-এর পক্ষ থেকে বলা হয়, "কারও সঙ্গে গোপন আলাপচারিতা ব্যবহারকারী ইচ্ছামতো নির্বাচন করতে পারেন। তবে এই আলাপচারিতা কেবল প্রেরকের নির্দিষ্ট ডিভাইস থেকেই পড়া সম্ভব, যা সবার কাছে সুবিধাজনক নাও হতে পারে।"
এই সেবার সুবিধা হিসেবে ফেইসবুক স্বাস্থ্য এবং আর্থিক সমস্যাজনিত বা প্রেমবিষয়ক বার্তা, যা মানুষ আরও গোপন রাখতে চায় তার উদাহরণ তুলে ধরে।
তারা জানিয়েছে, যদিও এই সেবার সীমিত পরীক্ষামূলক সংস্করণ চালু করা হয়েছে, গ্রীষ্মের আগেই এর উন্নত সংস্করণ পাওয়া যাবে।
ভিডিও আর জিফ এখন গোপন করা যাবে না। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে- অতিরিক্ত 'গালিগালাজ' শনাক্তকরণ। এটি চালু হলে বার্তা মুছতে কিছুটা দেরি হবে।
সারে ইউনিভার্সিটি-এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেন উডওয়ার্ড বলেন, "এই সেবা মূলত একটি সাংকেতিক প্রোটোকল দিয়ে তৈরি, যা ব্যাপকভাবে মেসেজিং আপ্লিকেশনগুলোতে ব্যবহৃত হয়।"
অধ্যাপক উডওয়ার্ড এই সেবার বিষয়ে বিবিসি কে বলেন, "আমি এই সেবা নিয়ে আগ্রহী। আমি দেখতে চাই কীভাবে এটি 'সিস্টেম-বিশ্লেষণ' কোড যাচাইয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়।"