বিশ্বজুড়ে গেম খেলার যন্ত্র হিসেবেই স্মার্টফোন এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি ফেসবুকের এক গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ৪৭ শতাংশ নারী ফোনে গেম খেলেন।
বাজার গবেষণা প্রতিষ্ঠান টিএনএসকে দিয়ে এ গবেষণা করিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ১২টি দেশের ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে এ গবেষণা চালানো হয়।
গবেষণায় দেখা গেছে, বর্তমানে গেম খেলার যন্ত্র হিসেবে শীর্ষে রয়েছে স্মার্টফোন। ৭১ শতাংশ মানুষ গেম খেলতে স্মার্টফোন ব্যবহার করেন। এরপর রয়েছে কম্পিউটার। ৬৪ শতাংশ মানুষ কম্পিউটারে গেম খেলেন। ৩৪ শতাংশ মানুষ ট্যাবে আর ২৬ শতাংশ মানুষ গেম খেলতে কনসোল ব্যবহার করেন।
মোবাইল গেম খেলে অর্থ খরচ করে—এমন ব্যক্তিদের মধ্যে চালানো ফেসবুকের সমীক্ষায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম থেকে ৬৮ শতাংশ মানুষ গেম সম্পর্কে জানে। এরপর গেম সম্পর্কে তারা ছবি ভিডিও ও চ্যাট অ্যাপ থেকে জানতে পারে। এ ছাড়া ৩৪ শতাংশ মানুষ মুখ থেকে গেম সম্পর্কে শুনে তা খেলে। তথ্যসূত্র: আইএএনএস
 
Top