২০১৪ সালের
জানুয়ারিতে এই অ্যাপ ফেইসবুকে আসে। অ্যাপটি ছাড়ার মূল লক্ষ্য ছিল বন্ধু আর
পরিবারের স্ট্যাটাস প্রকাশ নয় বরং সমসাময়িক বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা। পেপার
গল্প-উপন্যাস নিয়ে 'দৃষ্টিনন্দন' কিছু ফিচার
প্রকাশ করেছিল। যদিও এটি বিতর্কিত কোন অ্যাপ ছিল না তবুও পেপার ফেইসবুক
ব্যবহারকারীদের মধ্যে তেমন সাড়া 'জাগাতে পারেনি'। আর এর অন্যতম 'মূল' কারণ পেপার
কেবল আইওএস ডিভাইসেই ব্যবহার করা যেত, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এসব ছাড়াও,
অ্যাপটি মার্চ ২০১৫ এর পর আপডেট করা হয়নি। ২০১৫ এর ডিসেম্বরে অ্যাপের ক্রিয়েটিভ
ল্যাবের নকশাকার দলের কাজও বন্ধ হয়ে যায়।
ফেইসবুক কখনও
এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেনি। তবে, ফেইসবুক ব্যবহারকারীর তুলনায়
পেপার ব্যবহারকারী অনেক কম। অ্যাপটির নকশাকারী, মাইক ম্যাটাস এক টুইটে অ্যাপটির
ব্যাপারে হতাশা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এটি বন্ধের
ঘোষণা দেন। ‘পেপার’ ব্যবহারকারীদের
উদ্দেশ্যে ফেইসবুক জানায়, ফেইসবুক টাইম লাইনে পোস্ট করার জন্য নতুন অ্যালগরিদম
ব্যবহার শুরু করবে যাতে টাইম লাইনে পরিবার-বন্ধুদের খবরের তুলনায় 'আপডেটেড'
প্রতিবেদন বেশি প্রাধান্য পায়। তা ছাড়াও ব্যবহার আরও উপভোগ্য করতে পেপার-এর অনেক
ফিচার মূল অংশে যুক্ত করতে যাচ্ছে ফেইসবুক।