মা-বাবারা যাতে স্বক্রিয়ভাবে সন্তানদের চলাফেরার উপর নজর রাখতে পারেন সেজন্য একটি স্মার্টফোন অ্যাপ বের করেছে ভারতের হরিয়ানা প্রদেশের সফটওয়্যার প্রতিষ্ঠান ইভোক্সিজ টেকনোলজিস। এই অ্যাপ দিয়ে মা-বাবারা স্কুলে আসা-যাওয়ার পথে থেকে শুরু করে স্কুলের ভিতরে থাকাকালীনও নজর রাখতে পারবেন, জানিয়েছে আইএএনএস।
শনিবার এক অনুষ্ঠানে মাধ্যমে 'ইভোস্কুল' নামের এই অ্যাপটি উন্মোচন করে
নির্মাতা প্রতিষ্ঠানটি। ওই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান
আর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান শিল্পা মাহনা ভাটনাগার বলেন, "ইভোস্কুলের মতো প্রযুক্তি প্লাটফর্ম-এর মাধ্যমে আমরা শিশুদেরকে হিংস্রতা, শোষণ, আর সংঘাতের প্রভাব থেকে রক্ষা করতে ও প্রতিরোধ করতে আমাদের দেশের সক্ষমতা ও অধিকার বাড়াতে পারব।"
এই অ্যাপ একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থার সুযোগ দেয়। এর মাধ্যমে মা বা বাবা বা একজন অনুমোদিত অভিভাবক নজর রাখতে পারবেন। এটি মানচিত্রে একটি শিক্ষার্থীর ভ্রমণরত বাসের বাস্তব চিত্রও সরবরাহ করবে। যার ফলে, অভিভাবক তার সন্তানের কার্যকলাপ ও চলাফেরায় নজর রাখতে পারবেন।
অ্যাপটি বাইরের ও ঘরের ভেতরকার স্থান শনাক্ত করে, সে অনুযায়ী নোটিফিকেশন ও সতর্কবার্তাও পাঠায়।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান শিল্পা মাহনা ভাটনাগার বলেন, "ইভোস্কুলের মতো প্রযুক্তি প্লাটফর্ম-এর মাধ্যমে আমরা শিশুদেরকে হিংস্রতা, শোষণ, আর সংঘাতের প্রভাব থেকে রক্ষা করতে ও প্রতিরোধ করতে আমাদের দেশের সক্ষমতা ও অধিকার বাড়াতে পারব।"
এই অ্যাপ একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থার সুযোগ দেয়। এর মাধ্যমে মা বা বাবা বা একজন অনুমোদিত অভিভাবক নজর রাখতে পারবেন। এটি মানচিত্রে একটি শিক্ষার্থীর ভ্রমণরত বাসের বাস্তব চিত্রও সরবরাহ করবে। যার ফলে, অভিভাবক তার সন্তানের কার্যকলাপ ও চলাফেরায় নজর রাখতে পারবেন।
অ্যাপটি বাইরের ও ঘরের ভেতরকার স্থান শনাক্ত করে, সে অনুযায়ী নোটিফিকেশন ও সতর্কবার্তাও পাঠায়।