আপটি হোয়াটসঅ্যাপে চ্যাট করার পর মেসেজ মুছে দিলেও তা পুরোপুরি মোছে না হোয়াটসঅ্যাপ। এই মেসেজগুলো কোথাও না কোথাও সংরক্ষিত থাকে, যা পরে পুনরুদ্ধার করা যায়। সম্প্রতি প্রযুক্তি গবেষকেরা আইওএস প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের মেসেজ নিয়ে গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন।
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস গবেষক জোনাথান জিজিয়ারাস্কি হোয়াটসঅ্যাপ সফটওয়্যারে বিশেষ ত্রুটি বের করেন, যাতে চ্যাট ডিলিট করা হলেও তার ফরেনসিক সূত্র রেখে যায়।
জিজিয়ারাস্কি বলেন, ‘ক্লিয়ার অল চ্যাটস’ ব্যবহার করে মেসেজ পুরো মুছে ফেললেও তা বের করা যায়। এ জন্য সঠিক টুল বা সফটওয়্যার ও অভিজ্ঞ লোক প্রয়োজন।
ওই গবেষক দাবি করেন, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ ত্রুটি নিজেরা তৈরি করেনি বলে ব্যবহারকারীদের আপাতত দুশ্চিন্তার কিছু নেই। তথ্যসূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ।
 
Top