শুরুতে মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট শুধুই একটি ছবি শেয়ারিং অ্যাপ ছিল। যে কোনো বন্ধুকে কোনো ছবি মেসেজ করার কিছু সময় পর তা নিজে নিজেই মুছে যেত।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই অ্যাপ এখন একটি ভিডিও
শেয়ারিং অ্যাপ। সেই সঙ্গে এটি একটি সংবাদ অ্যাপও। কিন্তু এটি কি মাঝে মধ্যে
অভদ্রতা এবং বাচ্চাদের জন্য ঝুঁকির কারণ হতে পারে? বৃহস্পতিবার জনসম্মুখে
একটি মামলা প্রকাশ করার পর থেকে এই প্রশ্নটি আলোচনার কেন্দ্রে চলে আসে বলে
জানিয়েছে বিবিসি।
এই মামলায় ডিসকভারি ফিচারের উপর বেশি নজর দেওয়া হয়েছে। এই ফিচার ব্যবহারকারীদের প্রকাশিত ফিডগুলো দেখতে বাধ্য করে থাকে।
ডেইলি মেইল, ভাইস, বাজফিড-এর মতো সংবাদমাধ্যমগুলো স্ন্যাপচ্যাট-এর জন্য আলাদা একচেটিয়াভাবে কিছু নিউজ এবং ভিডিও তৈরি করে, যা ব্যবহারকারীদের দেখার জন্য উচ্চমাত্রায় উৎসাহিত করে।
এই নিউজগুলোর মধ্যে “দশটি জিনিস যা আপনার যৌন ক্রিয়াকে বাধাগ্রস্থ করবে” (ব্রিটিশ সাময়িকী কসমোপলিটন ম্যাগাজিন থেকে প্রকাশিত) -এই ধরনের নিউজগুলো অন্তর্ভুক্ত।
মামলায় এরকম একটি উদাহরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। আরও কিছু নিউজ আছে যেগুলো স্ন্যাপচ্যাটে প্রকাশের জন্য একটু বেশিই 'অনুপযুক্ত' এবং যার জন্য অভিযোগ করা 'উচিত'।
লস অ্যাঞ্জেলেস শহর থেকে ১৪ বছর বয়সী জন ডো-এর দায়ের করা মামলার নথিতে বয়া হয়, “যুক্তরাষ্ট্রে এখন অনেক মা-বাবা অসতর্ক যে তাদের সন্তানদের জন্য স্ন্যাপচ্যাটে যৌন এবং আপত্তিকর কনটেন্ট প্রকাশ করা হয়।"
এ ধরনের ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে যে, এই ধরনের কনটেন্টগুলো বয়সের জন্য কোনো সতর্কবাণী না দিয়েই স্ন্যাপচ্যাটে প্রকাশ করা হচ্ছে।
এই মামলায় ডিসকভারি ফিচারের উপর বেশি নজর দেওয়া হয়েছে। এই ফিচার ব্যবহারকারীদের প্রকাশিত ফিডগুলো দেখতে বাধ্য করে থাকে।
ডেইলি মেইল, ভাইস, বাজফিড-এর মতো সংবাদমাধ্যমগুলো স্ন্যাপচ্যাট-এর জন্য আলাদা একচেটিয়াভাবে কিছু নিউজ এবং ভিডিও তৈরি করে, যা ব্যবহারকারীদের দেখার জন্য উচ্চমাত্রায় উৎসাহিত করে।
এই নিউজগুলোর মধ্যে “দশটি জিনিস যা আপনার যৌন ক্রিয়াকে বাধাগ্রস্থ করবে” (ব্রিটিশ সাময়িকী কসমোপলিটন ম্যাগাজিন থেকে প্রকাশিত) -এই ধরনের নিউজগুলো অন্তর্ভুক্ত।
মামলায় এরকম একটি উদাহরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। আরও কিছু নিউজ আছে যেগুলো স্ন্যাপচ্যাটে প্রকাশের জন্য একটু বেশিই 'অনুপযুক্ত' এবং যার জন্য অভিযোগ করা 'উচিত'।
লস অ্যাঞ্জেলেস শহর থেকে ১৪ বছর বয়সী জন ডো-এর দায়ের করা মামলার নথিতে বয়া হয়, “যুক্তরাষ্ট্রে এখন অনেক মা-বাবা অসতর্ক যে তাদের সন্তানদের জন্য স্ন্যাপচ্যাটে যৌন এবং আপত্তিকর কনটেন্ট প্রকাশ করা হয়।"
এ ধরনের ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে যে, এই ধরনের কনটেন্টগুলো বয়সের জন্য কোনো সতর্কবাণী না দিয়েই স্ন্যাপচ্যাটে প্রকাশ করা হচ্ছে।