প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট গিজমো চায়নার তথ্য অনুযায়ী, নকিয়ার একটি ফোন হবে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের আরেকটি হবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এতে কিউএইচডি ডিসপ্লে থাকবে। এ ছাড়া এ ফোন হবে পানিরোধী। এতে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট থাকবে। ধাতব কাঠামোর ফোন দুটিতে ফিচার হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
২০১৭ সালের শুরুতে এ ফোন দুটির দেখা মিলতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এইচএমডি গ্লোবালের নকিয়া ব্র্যান্ড নাম ব্যবহারের অনুমতি দেয় নকিয়া কর্তৃপক্ষ। আগামী এক দশক নকিয়া ফোন তৈরি ও বিক্রি করবে প্রতিষ্ঠানটি।
অ্যাপল ও স্যামসাংয়ের কাছে রাজ্য হারানোর আগে মোবাইল ফোনের বাজারে নকিয়া ছিল শীর্ষে। অ্যান্ড্রয়েডের বদলে উইন্ডোজকে অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেওয়া নকিয়ার জন্য সঠিক প্রমাণ হয়নি। পরবর্তী সময়ে ২০১৪ সালে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের কাছে ৭২০ কোটি মার্কিন ডলারে বিক্রি করে দেয় নকিয়া কর্তৃপক্ষ।