Latest News

স্ন্যাপড্রাগন কোয়ালকম ৮২০ এর পর এবার কোয়ালকম ৮২১ চিপসেটের প্রথম ফোন বাজারে আনতে চলেছে আসুস।
তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটির নতুন জেনফোন ৩ ডিলাক্স -এ থাকছে বর্তমান বিশ্বের সেরা এই প্রসেসর।
আসুসের নতুন এই ফোনে মারকাটারি চিপসেট ছাড়াও থাকছে ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি মেমরি। আর পুরোটাই শক্ত ধাতু টাইটেনিয়ামের
ফ্রেমে বাঁধানো।
৫.৭ ইঞ্চি ফোনটাকে ফোন না বলে ফ্যাবলেট বলাই উচিত। ফুল এইডি ডিসপ্লে তো রয়েছে। সঙ্গে থাকছে ২৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফোরকে ভিডিও সাপোর্ট করে এই ফোন।
তবে দামটা একটু বেশিই, ৭৭৫ মার্কিন ডলার। আগস্ট থেকে ফোনটি মিলবে তাইওয়ানের বাজারে।
 
Top