ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের জন্যও ফেসবুকের লাইভ ভিডিও সুবিধাটি আসছে শিগগিরই। এখন অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে কেবল ফেসবুকের এই ভিডিও সুবিধাটি পাওয়া যায়। ডেস্কটপের জন্য ধীরে ধীরে এ সুবিধাটি চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ডেস্কটপ ও ল্যাপটপে ফেসবুকের সরাসরি ভিডিও সম্প্রচারের সুবিধাটি চালু করা হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সোশ্যালটাইমস জানিয়েছে, ডেলিলাহ টেইলার নামের এক ফেসবুক ব্যবহারকারী ল্যাপটপ দিয়ে লাইভ ভিডিও করতে পেরেছেন। সাংবাদিকদের অনুরোধেই এ সুবিধা চালু করছে ফেসবুক। এখনো এটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
শিগগিরই ল্যাপটপের ক্যামেরা ও ডেস্কটপের সঙ্গে ক্যামেরা ডিভাইস যুক্ত করে ফেসবুকে ভিডিও লাইভ করা যাবে। ফেসবুক লাইভে শিডিউলিং, টু পারসন ব্রডকাস্টিং ও এমএসকিউআরডি ইনটিগ্রেশন সুবিধা যুক্ত হয়েছে। এমএসকিউআরডি ইনটিগ্রেশন হচ্ছে ভিডিওতে বিভিন্ন ফিল্টার যুক্ত করা ও স্ন্যাপচ্যাটের মতো মাস্ক যুক্ত করার সুবিধা।
তথ্যসূত্র : এনডিটিভি।
 
Top