কর বিষয়ে যে অভিযোগ একসময় উঠেছিল অ্যাপলসহ বিভিন্ন মার্কিন প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে সেই একই তীরের নিশানায় এবার ফেইসবুক।
ফেইসবুক
সম্ভবত আয়ারল্যান্ডে পাঠানো ‘শতকোটি ডলারের’ মেধাসত্ত্বের মূল্য কমিয়ে দেখিয়েছে- এমনটাই সন্দেহ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের
রাজস্ব কর্তৃপক্ষ বা ইউ.এস. ইন্টারনাল রেভিনিউ সার্ভিস
(আইআরএস)। আদালতে দাখিল করা অভিযোগে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক
যোগাযোগ মাধ্যমটি কর ‘অন্যায্যভাবে’ কমানোর বিষয়ে এমন কথা বলেছে
আইআরএস।
রয়টার্স জানিয়েছে, স্যান ফ্রানসিসকো’য় মার্কিন বিচার বিভাগ একটি মামলা নথিভূক্ত করেছে। ফেইসবুকের উপর আইআরএস যাতে সমন জারি করে, সেজন্য এই মামলা করা হয়েছে। মামলার অংশ হিসেবে ফেইসবুক যাতে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে থাকা বিভিন্ন প্রয়োজনীয় দলিল দাখিল করে, এমন আদেশ দিতে এই এই সমন জারির কথা বলা হয়।
একটি আইরিশ অঙ্গপ্রতিষ্ঠানের কাছে ‘খুব’ সস্তায় ফেইসবুক তাদের পেটেন্ট বিক্রি করে দিয়ে যুক্তরাষ্ট্রে করা আয় কমিয়ে দেখাচ্ছে কি-না তা যাচাই করছে কর কর্তৃপক্ষ।
অনেক বেশি করধার্য করা যাবে এমন মুনাফা ফেইসবুক অর্জন করছে আয়ারল্যান্ডে। যুক্তরাষ্ট্রে যেখানে ৩৫ শতাংশ কর্পোরেট কর নেওয়া হয় সেখানে আয়ারল্যান্ডে নেওয়া হয় সাড়ে ১২ শতাংশ।
উল্লিখিত অভিযোগের জবাবে কোনো অন্যায়ের বিষয় অস্বীকার করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের এই মাধ্যম। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র অ্যানটেনেহ ড্যানিয়েল বলেন, “ফেইসবুক যে দেশে পরিচালিত হয়, সেখানকার সব কার্যকরী নিয়ম ও নীতিমালা মেনে চলে।”
২০১০ সালে করা ওই মামলায় অভিযোগ করা হয়— কর ফাঁকি দেওয়ার চক্রান্তের অংশ হিসেবে ফেইসবুক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা বাদে গোটা বিশ্বের বাদবাকী পুরো অংশের জন্য পরিচালনা কার্যক্রম আয়ারল্রান্ডের ওই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়।
রয়টার্স জানিয়েছে, স্যান ফ্রানসিসকো’য় মার্কিন বিচার বিভাগ একটি মামলা নথিভূক্ত করেছে। ফেইসবুকের উপর আইআরএস যাতে সমন জারি করে, সেজন্য এই মামলা করা হয়েছে। মামলার অংশ হিসেবে ফেইসবুক যাতে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে থাকা বিভিন্ন প্রয়োজনীয় দলিল দাখিল করে, এমন আদেশ দিতে এই এই সমন জারির কথা বলা হয়।
একটি আইরিশ অঙ্গপ্রতিষ্ঠানের কাছে ‘খুব’ সস্তায় ফেইসবুক তাদের পেটেন্ট বিক্রি করে দিয়ে যুক্তরাষ্ট্রে করা আয় কমিয়ে দেখাচ্ছে কি-না তা যাচাই করছে কর কর্তৃপক্ষ।
অনেক বেশি করধার্য করা যাবে এমন মুনাফা ফেইসবুক অর্জন করছে আয়ারল্যান্ডে। যুক্তরাষ্ট্রে যেখানে ৩৫ শতাংশ কর্পোরেট কর নেওয়া হয় সেখানে আয়ারল্যান্ডে নেওয়া হয় সাড়ে ১২ শতাংশ।
উল্লিখিত অভিযোগের জবাবে কোনো অন্যায়ের বিষয় অস্বীকার করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের এই মাধ্যম। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র অ্যানটেনেহ ড্যানিয়েল বলেন, “ফেইসবুক যে দেশে পরিচালিত হয়, সেখানকার সব কার্যকরী নিয়ম ও নীতিমালা মেনে চলে।”
২০১০ সালে করা ওই মামলায় অভিযোগ করা হয়— কর ফাঁকি দেওয়ার চক্রান্তের অংশ হিসেবে ফেইসবুক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা বাদে গোটা বিশ্বের বাদবাকী পুরো অংশের জন্য পরিচালনা কার্যক্রম আয়ারল্রান্ডের ওই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়।