গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণের নাম চলতি বছর মার্চ পর্যন্ত ‘অ্যান্ড্রয়েড এন’ নামেই পরিচিত ছিল। এতদিন পর এর একটি আনুষ্ঠানিক নাম ঠিক করেছে প্রতিষ্ঠানটি, আর তা হচ্ছে- ‘নুগাট’।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নতুন নাম প্রস্তাব
করার সুবিধার্থে গুগল ব্যবহারকারীদের জন্য একটি ওয়েবসাইট স্থাপন করার এক মাসের
মধ্যে নতুন এই নাম ঘোষণা করা হয়। গুগলের এই নতুন অপারেটিং সিস্টেমের নামকরণ
‘নিউটেলা’ করার কথা থাকলেও পরবর্তীতে ব্যবহারকারীদের মতামত নিয়ে নতুন নামটি
নির্ধারণ করা হয়। গুগল জানায়, নিউটেলা নামটি তাদের জন্য 'লাইসেন্সিং দুঃস্বপ্ন'
হতে পারত এবং গুগল তার নতুন অপারেটিং সিস্টেমকে ‘অ্যান্ড্রয়েড নান্দোস’ নামে
ডাকারও ঝুঁকি নিত না।
এই নামের মাধ্যমে অপারেটিং সিস্টেমের নামের ক্ষেত্রে বরাবরের মতো কোনো ডেসার্টের থিমকেই অনুসরণ করা হয়েছে। নতুন এই অপারেটিং সিস্টেম এই গ্রীষ্মের শেষে বাজারে ছাড়বে গুগল।
নতুন এই অপারেটিং সিস্টেমটি দ্বিতীয় বেটা স্টেইজে রয়েছে। এতে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়েছে, যেমন- স্প্লিট স্ক্রিন মাল্টিটাস্কিং, নতুন ইমোজি এবং ডেটা সেভিং ফাংশন যাতে যে সব অ্যাপ্লিকেশন বেশি ডেটা খরচ করে সে সব অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণে আনতে পারবেন ব্যবহারকারীরা। আরও রয়েছে বিল্ট ইন ভিআর মোড, যা গুগলের নতুন ভার্চুয়াল রিয়ালিটি প্লাটফর্ম ডে ড্রিম সাপোর্ট করে।
গুগলের মে মাসের দেওয়া ঘোষণা অনুযায়ী এই গ্রীষ্মের শেষে অর্থাৎ অগাস্ট মাসের শেষে বা সেপ্টেম্বর মাসের শুরু নাগাদ বাজারে চলে আসবে ‘নুগাট’। নুগাট বের করা হলে প্রথম আপডেট পাবেন নেক্সাস ফোন ব্যবহারকারীরা। আর অন্য হ্যান্ডসেট নির্মাতাদের সংস্করণের উপর নির্ভর করবে তারা কতটা তাড়াতাড়ি পাবে এই আপডেট।
এই নামের মাধ্যমে অপারেটিং সিস্টেমের নামের ক্ষেত্রে বরাবরের মতো কোনো ডেসার্টের থিমকেই অনুসরণ করা হয়েছে। নতুন এই অপারেটিং সিস্টেম এই গ্রীষ্মের শেষে বাজারে ছাড়বে গুগল।
নতুন এই অপারেটিং সিস্টেমটি দ্বিতীয় বেটা স্টেইজে রয়েছে। এতে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়েছে, যেমন- স্প্লিট স্ক্রিন মাল্টিটাস্কিং, নতুন ইমোজি এবং ডেটা সেভিং ফাংশন যাতে যে সব অ্যাপ্লিকেশন বেশি ডেটা খরচ করে সে সব অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণে আনতে পারবেন ব্যবহারকারীরা। আরও রয়েছে বিল্ট ইন ভিআর মোড, যা গুগলের নতুন ভার্চুয়াল রিয়ালিটি প্লাটফর্ম ডে ড্রিম সাপোর্ট করে।
গুগলের মে মাসের দেওয়া ঘোষণা অনুযায়ী এই গ্রীষ্মের শেষে অর্থাৎ অগাস্ট মাসের শেষে বা সেপ্টেম্বর মাসের শুরু নাগাদ বাজারে চলে আসবে ‘নুগাট’। নুগাট বের করা হলে প্রথম আপডেট পাবেন নেক্সাস ফোন ব্যবহারকারীরা। আর অন্য হ্যান্ডসেট নির্মাতাদের সংস্করণের উপর নির্ভর করবে তারা কতটা তাড়াতাড়ি পাবে এই আপডেট।