Latest News

বন্ধুদের আনন্দের মুহূর্তের একাধিক ছবি বা ভিডিও স্বচ্ছন্দে দেখার সুযোগ দিতে স্লাইড শো ফিচার চালু করছে ফেইসবুক। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে স্মার্টফোনে থাকা একাধিক ছবি বা ভিডিও স্লাইড শো আকারে ফেইসবুকে পোস্ট করার সুযোগ মিলবে। ফলে বন্ধুদের আনন্দ মুহূর্তগুলো আরো ভালোভাবে দেখার সুযোগ পাবেন ফেইসবুক ব্যবহারকারীরা। শুরুতে ফেইসবুকের আইওএস অ্যাপে ফিচারটি ব্যবহার করা যাবে।
জানা গেছে, ফেইসবুক অ্যাপ চালু করে স্মার্টফোনে থাকা ছবি বা ভিডিওগুলো নির্দিষ্ট করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে স্লাইড শো তৈরি হয়ে যাবে। স্লাইড শোতে মিউজিক বা গানের সুরও যোগ করা যাবে। স্বয়ংক্রিয়ভাবে তৈরি স্লাইড শোটির প্রিভিউ নিজের নিউজ ফিডে দেখার পর পছন্দ হলে ফেইসবুকে আপলোড করা যাবে। চাইলে স্লাইড শোটি নিজের পছন্দমতো পরিবর্তনও করা যাবে।
সূত্র : দ্য ভার্জ
 
Top