কি? তা কি আদৌ আমরা জানি? হয় তো বা ‘লোল’, ‘ওএমজি’ এই শব্দ দু’টির পুরো মিনিং আমরা ইতিমধ্যে জেনে গেছি। ‘লোল’ মানে যে লাফ আউট লাউড, আর ‘ওএমজি’ মানে ও মাই গড।
কিন্তু এর বাইরে যেসব আছে! তা কি জানেন? তাহলে আসুন, এমনই কিছু সংক্ষিপ্ত শব্দর অর্থ জেনে নিই?
১। এলএমআইআরএল (LMIRL): লেটস মিট ইন রিয়্যাল লাইফ (চ্যাটের গণ্ডি ছেড়ে চলো, বাস্তব জীবনে একদিন দেখা করি)।
২। এলএইট (L8): লেট (দেরি)।
৩। এলএমবিও(LMBO): লাফিং মাই বাট অফ (হাসতে হাসতে পিছন খুলে যাচ্ছে)।
৪। এলএমকে (LMK) : লেট মি নো (আমাকে জানাও)।
৫। আরএল (RL) : রিয়্যাল লাইফ (বাস্তব জীবনে)।
৬। আরওএফএল (RFLO): রোলিং অন দা ফ্লোর লাফিং (হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছি)।
৭। ওয়ানফোরথ্রি (143): আই লাভ ইয়ু।
৮। এফএন (FN): বাই ফর নাও ( এখনকার মতো চলি)।
৯। বিআরবি(BRB): বি রাইট ব্যাক (এক্ষুণি আসছি)।
১০। বিটিডাব্লিউ(BTW): বাই দা ওয়ে ১১। সিটিএন(CTN): ক্যান্ট টক নাউ (এখন কথা বলতে পারছি না)।
১২। জিবি (GB): গুড বাই।
১৩। জিএলএইচএফ (GLHF): গুড লাক, হ্যাভ ফান (ভাল থাকো, সুখে থাকো)।
১৪। জিটিজি (GTG): গট টু গো (যেতে হবে)।
১৫। বিওএল বা বোল (BOL): বি অন লেটার।