‘প্রাইভেট মেসেজিং’ ফিচার যুক্ত করতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। এ ব্যবস্থা প্রেরকের ডিভাইস থেকে বার্তা এনক্রিপ্টেড অবস্থায় পাঠানোর পর তা শুধু মাত্র প্রাপকের ডিভাইসেই ডিক্রিপ্ট করা যায়। মাঝপথে তৃতীয় কোনো পক্ষ বার্তাটি হাতে পেলেও; তা তার পক্ষে পড়া সম্ভব হয়না।
এবছর জুনেই ফেসবুক মেসেঞ্জারে এ ফিচারটি যোগ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
এপ্রিলের শুরুতে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ সর্বপ্রথম এ সেবাটি চালু করে।
হোয়াটসঅ্যাপকে টিক্কা দিতে এপ্রিলের শেষদিকে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচারটি যোগ করে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাইবার। এবার এ সেবার আওতায় আসছে ফেসবুক মেসেঞ্জার।
ফেসবুকের মেসেজিং সেবার ভাইস প্রেসিডেন্ট ডেভিট মারকাস এক বার্তায় জানিয়েছেন: মেসেজিং এর জন্য আপনার প্রথম পছন্দ হতে চাইছে ফেসবুক মেসেঞ্জার। আবার দিন দিন বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মেসেজিং সেবার নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এই বাস্তবতায় সর্বোচ্চ নিরাপত্তা দিতেই ফেসবুকের মেসেঞ্জারে যোগ হল এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা প্রাইভেট মেসেজিং ফিচার। -চ্যানেল আই
 
Top