দেশের বাজারে অত্যাধুনিক পকেট ডেস্কটপ নিয়ে এলো কম্পিউটার নির্মাতা
প্রতিষ্ঠান আসুস। উইন্ডোজ টেন সমৃদ্ধ বহনযোগ্য এই ডেস্কটপটিকে নির্মাতা
প্রতিষ্ঠান আসুস ভিভো স্টিক পিসি হিসেবেই পরিচয় করিয়েছে ক্রেতাদের কাছে।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, বহনযোগ্য এই ডেক্সটপটি যেকোনো এইচডিএমআই
সাপোর্টেড টিভি অথবা মনিটরের সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করা যাবে। এটিতে
ব্যবহারের সুবিধার জন্য মাউস, কি-বোর্ড সংযোগ দেয়ার অপশনও রয়েছে।
পেনড্রাইপ আকারের এই ডেস্কটপে মেমোরি রয়েছে ৩২ জিবি। রয়েছে ডিডিআর থ্রির
দুই জিবি র্যাম। এই র্যামের সঙ্গে রয়েছে ২টি ইউএসবি পোর্টসহ ১টি মাইক্রো
ইউএসবি পোর্ট এবং হেডফোন ব্যবহারের সুবিধা।
এটির ওজন মাত্র পাঁচশো গ্রাম। যাতে আরও পাওয়া যাবে ১১ এন ওয়াই-ফাই এবং
ব্লুটুথ ভি৪.১ এর সুবিধা। দেশের গ্রাহকরা এটি ১ বছরের ইন্টারন্যাশনাল
ওয়ারেন্টিসহ মাত্র ১৩ হাজার ৯০০ টাকায় ক্রয় করতে পারবেন ।