জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইনফরমেটিকস, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইউনিভারসিটি অব জর্জিয়ার বিজ্ঞানীরা সফটওয়ারের মাধ্যমে মানুষের ইশারাকে ধরতে সক্ষম হয়েছেন।
এমআইটি-র ছাত্র আদিত্য খোসলা জানান, চোখের ইশারাকে নিখুঁত ভাবে ধরতে এই সফটওয়ারে আরও ডেটা প্রয়োজন। ইতোমধ্যে তারা গেজ-ক্যাপচার নামে একটি অ্যাপ তৈরি করতে শুরু করেছেন। সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতে ব্যবহারকারীর চোখের ইশারার ডেটা জোগাড় করবে। এর পর এই গেজ-ক্যাপচার তথ্য কাজে লাগানো হবে ‘আইট্র্যাকার’ সফটওয়ারে।