শুধুমাত্র চোখের ইশারাতেই স্মার্টফোন নিয়ন্ত্রণ করার সফটওয়্যার তৈরি
করেছেন বিজ্ঞানীরা। সফটওয়্যারটি মানুষ যে দিকে তাকাবে, তা ট্র্যাক করতে
পারবে খুব সহজেই। এটির নাম দেয়া হয়েছে ‘আইট্র্যাকার’। ভবিষ্যতে এই
আইট্র্যাকার ব্যবহার করা হবে স্মার্টফোন, ট্যাবলেটে।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইনফরমেটিকস, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইউনিভারসিটি অব জর্জিয়ার বিজ্ঞানীরা সফটওয়ারের মাধ্যমে মানুষের ইশারাকে ধরতে সক্ষম হয়েছেন।
এমআইটি-র ছাত্র আদিত্য খোসলা জানান, চোখের ইশারাকে নিখুঁত ভাবে ধরতে এই সফটওয়ারে আরও ডেটা প্রয়োজন। ইতোমধ্যে তারা গেজ-ক্যাপচার নামে একটি অ্যাপ তৈরি করতে শুরু করেছেন। সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতে ব্যবহারকারীর চোখের ইশারার ডেটা জোগাড় করবে। এর পর এই গেজ-ক্যাপচার তথ্য কাজে লাগানো হবে ‘আইট্র্যাকার’ সফটওয়ারে।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইনফরমেটিকস, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইউনিভারসিটি অব জর্জিয়ার বিজ্ঞানীরা সফটওয়ারের মাধ্যমে মানুষের ইশারাকে ধরতে সক্ষম হয়েছেন।
এমআইটি-র ছাত্র আদিত্য খোসলা জানান, চোখের ইশারাকে নিখুঁত ভাবে ধরতে এই সফটওয়ারে আরও ডেটা প্রয়োজন। ইতোমধ্যে তারা গেজ-ক্যাপচার নামে একটি অ্যাপ তৈরি করতে শুরু করেছেন। সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতে ব্যবহারকারীর চোখের ইশারার ডেটা জোগাড় করবে। এর পর এই গেজ-ক্যাপচার তথ্য কাজে লাগানো হবে ‘আইট্র্যাকার’ সফটওয়ারে।