চালককে সতর্ক করবে বিশেষ যন্ত্র। প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয় অনেকে। আহত হয় তার কয়েকগুণ বেশি মানুষ। এসব দুর্ঘটনার বেশির ভাগই ঘটে চালকের অসতর্কতা বা ঘুমিয়ে পড়ার কারণে। চালকের মনোযোগ ফেরাতে এবার তাই বিশেষ এক প্রযুক্তি উদ্ভাবন করলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পাস করা গবেষক প্রিয়ম চৌধুরী। এই প্রযুক্তির কাজ হবে চালক মুঠোফোনে আলাপে ব্যস্ত থাকলে কিংবা ঘুমিয়ে পড়লে সতর্কতা সংকেত বাজানো।
 
Top