আজ আপনাদের জন্য নিয়ে এলাম IObit Malware Fighter Pro 3.2.0.8 এর লেটেস্ট ভার্সন সাথে সিরিয়াল কি।
যারা কম্পিউটার চালান সবার জন্য এটা মোটামুটি দরকারি। বিশেষ করে যারা নিয়মিত আমরা ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য জিনিসটা ভালই।
চলুন তাহলে এটা কিভাবে ব্যবহার করবেন দেখে নিই।
তার আগে তো ডাউনলোড করতে হবে। তো IObit Malware Fighter ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করলে নতুন ট্যাব অপেন হবে সেখানে বড় করে লেখা আছে Download Now সেখানে ক্লিক করুন। ব্যস ডাউনলোড হবে।
তো ডাউনলোড হয়ে গেলে এবার চলুন দেখা যাক কিভাবে ইন্সটল ও এক্টিভ করবেন।
যেহেতু ফাইলটি জিপ করা তাই প্রথমে এটাকে আনজিপ করুন। এবং ফোল্ডার থেকে IObit-Malware-Fighter-Setup ইন্সটল করুন।
সাধারন ভাবেই ইন্সটল করুন। নিচের ছবির মত করে। শুধু লাল গোল এর মধ্যে টিক দিয়ে দিন।
Accept and Install এ ক্লিক করলে ইন্সটল হবে তার পর নিচের মত ডিবক্স আসবে সেটা কেটে দিন।




তারপর IObit Malware Fighter Pro 3.2 ওপেন হবে এবং দেখুন সেটা ফ্রী। এরপর নিচের ছবির মত Already Have a code এ ক্লিক করুন। এবং যে ডিবক্স আসবে সেখানে সিরিয়াল কি দিন। সিরিয়াল কি পাবেন সেই ফোল্ডারে। দেখুন সিরিয়াল কি লেখা টেক্সট আছে সেটা ওপেন করুন এবং প্রথমটা কপি করে  ডিবক্স এ পেস্ট করুন।
কি হচ্ছে না?
হবে হবে। আগে নেট তো ডিসকানেক্ট করুন। তারপর আবার ট্রাই করুন। হয়ে যাবে। হয়ে গেলে দেখুন সেটা Pro হয়ে গেছে।


সবাইকে ধন্যবাদ।
পোস্টটি ভাল লাগলে জানাবেন। বিশেষ করে যারা নতুন মেম্বার হয়েছেন।
 
Top