ছবিতে যে পাখিটি দেখতে পাচ্ছেন তার ইংরেজি নাম জারডন ব্যাবলার। বিজ্ঞানীরা ধারণা করে আসছিলেন, মিয়ানমার থেকে জারডন ব্যাবলার পাখি বিলুপ্ত হয়ে গেছে। এমনটা ভাবার পেছনে শক্ত কারণও আছে বৈকি। ১৯৪১ সালের পর মিয়ানমারে এই পাখিটি আর চোখে দেখেননি কোনো বিজ্ঞানী।
কিন্তু সম্প্রতি মিয়ানমারে অন্যান্য পাখিদের ওপর কাজ করার সময় বিজ্ঞানীদের রেকর্ডারে ভিন্ন ধরনের একটি পাখির ডাক ধরা পড়ে। মনোযোগের সাথে পর্যবেক্ষণ করে এবং আশেপাশের জায়গাগুলোতে খুঁজেই তারা দেখতে পান, জারডন ব্যাবলার শুধু যে টিকেই আছে তা নয়, ভালোভাবেই চালিয়ে যাচ্ছে জীবনযাত্রা। খুব শীঘ্রই পাখিটির বর্তমান সংখ্যা ও পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারবেন তারা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমারেই সবচেয়ে বেশি প্রজাতির পাখি বাস করে।
 
Top