ব্রিটেনের লিনিয়া  স্কিন ক্লিনিকের মেডিক্যাল ডিরেক্টর সাইমন জোয়াকি বলেন, ‘যাঁরা প্রচুর সেলফি তোলেন, তাঁদের যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। কারণ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন,সেলফি তোলার নেশায় আপনি কতটা বুড়িয়ে গেছেন। ডাক্তাররা বলছেন, অতিরিক্ত সেলফি ত্বকের মারাত্মক ক্ষতি করে। তীব্র লাইট আর স্মার্টফোনের রেডিয়েশনে মুখে বলিরেখা দেখা দেয়। এতে অল্প বয়সেই বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা।ফোনের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয়, তা আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে।’ আমেরিকার ওবাগি স্কিন হেল্থ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জেন ওবাগিও একই আশঙ্কার কথা উল্লেখ করে বলছেন, ‘আপনি ধীরে ধীরে লক্ষ্য করবেন আপনার মুখের একটা দিক কালচে, নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। মুখের অপর দিকে যেটা দেখা যাবে না।’ তাই তাড়াতাড়ি বুড়িয়ে যেতে না চাইলে সেলফি ‘পাগলামি’ থেকে বেরিয়ে আসারই পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।
 
Top