খুব উপকারী কিছু হাদীস
১. ﺍﺗَّﻖِ ﺍﻟﻠَّﻪ ﺣَﻴْﺜُﻤَﺎ ﻛُﻨْﺖَ ﻭَﺃَﺗْﺒِﻊْ ﺍﻟﺴَّﻴِّﺌَﺔَ ﺍﻟْﺤَﺴَﻨَﺔَ
ﺗَﻤْﺤُﻬَﺎ ﻭﺧَﺎﻟِﻖِ ﺍﻟﻨَّﺎﺱَ ﺑِﺨُﻠُﻖٍ ﺣَﺴَﻦٍ
“আল্লাহকে ভয় কর যেখানেই থাকনা
কেন। অন্যায় কাজ হয়ে গেলে
পরক্ষণেই ভাল কাজ কর। তবে ভাল
কাজ অন্যায়কে মুছে দিবে আর
মানুষের সাথে ভাল ব্যবহার
কর।“ (তিরমিযী-সহীহ)
২. (( ﺇِﻧَّﻤَﺎ ﺍﻟْﺄَﻋْﻤَﺎﻝُ ﺑِﺎﻟﻨِّﻴَّﺎﺕِ ))
“সব কাজই নিয়তের উপর
নির্ভরশীল।“(সহীহ বুখারী)
৩. (( ﺍﻟْﻤُﺴْﻠِﻢُ ﻣَﻦْ ﺳَﻠِﻢَ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ ﻣِﻦْ ﻟِﺴَﺎﻧِﻪِ
ﻭَﻳَﺪِﻩِ))
“প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার মুখের
ভাষা এবং হাত থেকে অন্য
মুসলমানগণ নিরাপদ থাকে।“ (সহীহ
বুখারী)
৪. (( ﻣَﻦْ ﻏَﺸّﻨﺎ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﺎ ))
যে আমাদের সাথে প্রতারণা করে
সে আমাদের দলভুক্ত নয়। (মুসলিম)
৫. (( ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻳُﺆْﻣِﻦُ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺂﺧِﺮِ ﻓَﻠَﺎ ﻳُﺆْﺫِ
ﺟَﺎﺭَﻩُ ))
“যে আল্লাহ এবং আখেরাতের উপর
বিশ্বাস রাখে সে যেন তার
প্রতিবেশীকে কষ্ট না
দেয়।“ (বুখারী)
খুব উপকারী কিছু হাদীস
৬ (( ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻳُﺆْﻣِﻦُ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺂﺧِﺮِ ﻓَﻠْﻴُﻜْﺮِﻡْ
ﺿَﻴْﻔَﻪُ ))
“যে আল্লাহ এবং আখেরাতের উপর
বিশ্বাস রাখে সে যেন তার
মেহমানকে সম্মান করে।“ (বুখারী)
৭. ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻳُﺆْﻣِﻦُ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺂﺧِﺮِ ﻓَﻠْﻴَﻘُﻞْ
ﺧَﻴْﺮًﺍ ﺃَﻭْ ﻟِﻴَﺼْﻤُﺖْ
“যে আল্লাহ এবং আখেরাতের উপর
বিশ্বাস রাখে সে যেন ভাল কথা
বলে নতুবা চুপ থাকে।“ (বুখারী)
৮.(( ﻣِﻦْ ﺣُﺴْﻦِ ﺇِﺳْﻠَﺎﻡِ ﺍﻟْﻤَﺮْﺀِ ﺗَﺮْﻛُﻪُ ﻣَﺎ ﻟَﺎ ﻳَﻌْﻨِﻴﻪِ ))
“একজন মানুষের একটি সুন্দর ইসলামী
বৈশিষ্ট্য হল সে অযথা কাজ
পরিত্যাগ করে।“ (মুওয়াত্তা মালিক)
৯. ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻓِﻲ ﺣَﺎﺟَﺔِ ﺃَﺧِﻴﻪِ ﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﻓِﻲ
ﺣَﺎﺟَﺘِﻪِ
“যে তার কোন ভাইয়ের প্রয়োজন পূরণ
করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ
করবেন।“ (বুখারী)
১০. (( ﻣَﻦْ ﻓَﺮَّﺝَ ﻋَﻦْ ﻣُﺴْﻠِﻢٍ ﻛُﺮْﺑَﺔً ﻓَﺮَّﺝَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ
ﻛُﺮْﺑَﺔً ﻣِﻦْ ﻛُﺮُﺑَﺎﺕِ ﻳَﻮْﻡِ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ))
“যে ব্যক্তি কোন মুসলমানের একটি
কষ্ট দূর করবে আল্লাহ তায়ালা
কিয়ামতের দিন তাকে অনেক
বিপদের মধ্য থেকে একটি বিপদ
থেকে উদ্ধার করবেন।“ (বুখারী)
খুব উপকারী কিছু হাদীস
১১. (( ﻣَﻦْ ﺳَﺘَﺮَ ﻣُﺴْﻠِﻤًﺎ ﺳَﺘَﺮَﻩُ ﺍﻟﻠَّﻪُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ))
“যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-
ত্রুটি গোপন করবে কিয়ামতের দিন
আল্লাহ তার দোষ-ত্রুটি ঢেকে
রাখবেন।“ (বুখারী)
১২. (( ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺑِﺎﻟﺼِّﺪْﻕِ ﻓَﺈِﻥَّ ﺍﻟﺼِّﺪْﻕَ ﻳَﻬْﺪِﻱ ﺇِﻟَﻰ
ﺍﻟْﺒِﺮِّ ﻭَﺍﻟْﺒِﺮَّ ﻳَﻬْﺪِﻱ ﺇِﻟَﻰ ﺍﻟْﺠَﻨَّﺔِ ))
“সব সময় সত্যকে আঁকড়ে ধরে থাক।
কারণ সত্য কথা ভাল কাজের পথ
দেখায়। আর ভাল কাজ জান্নাতের
পথ দেখায়।“ (মুসলিম).
১৩. ﺇِﻳَّﺎﻛُﻢْ ﻭَﺍﻟْﻜَﺬِﺏَ ﻓَﺈِﻥَّ ﺍﻟْﻜَﺬِﺏَ ﻳَﻬْﺪِﻱ ﺇِﻟَﻰ
ﺍﻟْﻔُﺠُﻮﺭِ ﻭَﺍﻟْﻔُﺠُﻮﺭَ ﻳَﻬْﺪِﻱ ﺇِﻟَﻰ ﺍﻟﻨَّﺎﺭِ
“মিথ্যা থেকে দূরে থাক। কারণ
মিথ্যা অন্যায় কাজের পথ দেখায়
আর অন্যায় কাজ জাহান্নামের পথ
দেখায়।“ (মুসলিম)
১৪. ﺍﻟﺪَّﺍﻝُّ ﻋَﻠَﻰ ﺍﻟْﺨَﻴْﺮِ ﻛَﻔَﺎﻋِﻠِﻪِ
“যে ব্যক্তি ভাল কাজের রাস্তা
দেখায় সে ঐ ব্যক্তির মতই সাওয়াব
পায় যে উক্ত ভাল কাজ সম্পাদন
করে।” (তিরমিযী-সহীহ)
১৫. ﺍﺗَّﻖِ ﺩَﻋْﻮَﺓَ ﺍﻟْﻤَﻈْﻠُﻮﻡِ ﻓَﺈِﻧَّﻬَﺎ ﻟَﻴْﺲَ ﺑَﻴْﻨَﻬَﺎ ﻭَﺑَﻴْﻦَ
ﺍﻟﻠَّﻪِ ﺣِﺠَﺎﺏٌ
“মজলুমের বদ দুয়াকে ভয় কর। কারণ,
তার বদ দুয়া আর আল্লাহর মাঝে
কোন পর্দা নেই।“ (বুখারী)
 
Top