Latest News

ছবি তোলার শখ আমাদের সবার মাঝেই কমবেশি বিদ্যমান। অনেকেই তো আবার প্রফেশনাল ফটোগ্রাফার হতে চাই। বর্তমানে স্মার্টফোনে দিয়ে তোলা একটি ছবি প্রিন্ট করতে হলে আপনি কি করেন? এক্ষেত্রে কোন স্টুডিও একমাত্র ভরসা। কেমন হবে যদি ছবি তোলার সাথে সাথে প্রিন্ট হয়ে যায়। হ্যাঁ এই প্রযুক্তি এখন আর কেবল মাত্র ক্যামেরাতেই সীমাবদ্ধ না। বাজারে নতুন আসা এই ডিভাইসটির মাধ্যমে আপনি চাইলে সাথে সাথেই প্রিন্ট করতে পারবেন।

কিভাবে এটি কাজ করে-

খুবই সাধারণ আপনার স্মার্টফোনটি কাভারের ভেতরে প্রবেশ করান। তারপর পছন্দ মতো ছবি তুলন। এবার ফটো এডিটরে যেয়ে ছবিটি এডিট করে প্রিন্ট করে নিন। ব্যাস হয়ে গেলো ছবি প্রিন্ট।
খরচের ব্যাপারে একটু কাহিল হতে হবে কারন প্রযুক্তিটি একেবারেই নতুন। বর্তমানে আপনাকে প্রতি ৫০ টি ছবি প্রিন্ট করার জন্য ২৫$ গুনতে হবে। তবে টেনশন নিয়েন না বাংলাদেশে এটি আসতে আসতে ছবি প্রিন্টের খরচ অনেক কমে যাবে।
বর্তমানে এটি শুধুমাত্র ২ ব্র্যান্ডের স্মার্টফোনে সাপোর্ট করে, #অ্যাপল এবং #সামসাং গ্যালাক্সি এস৪, ও ৫ তবে পর্যায়ক্রমে সব ব্র্যান্ডের ফোনেই সাপোর্ট করবে বলে তাঁরা জানিয়েছে।
 সূত্রঃ ইন্টারনেট
 
Top