কিভাবে এটি কাজ করে-
খুবই সাধারণ আপনার স্মার্টফোনটি কাভারের ভেতরে প্রবেশ করান। তারপর পছন্দ মতো ছবি তুলন। এবার ফটো এডিটরে যেয়ে ছবিটি এডিট করে প্রিন্ট করে নিন। ব্যাস হয়ে গেলো ছবি প্রিন্ট।খরচের ব্যাপারে একটু কাহিল হতে হবে কারন প্রযুক্তিটি একেবারেই নতুন। বর্তমানে আপনাকে প্রতি ৫০ টি ছবি প্রিন্ট করার জন্য ২৫$ গুনতে হবে। তবে টেনশন নিয়েন না বাংলাদেশে এটি আসতে আসতে ছবি প্রিন্টের খরচ অনেক কমে যাবে।
বর্তমানে এটি শুধুমাত্র ২ ব্র্যান্ডের স্মার্টফোনে সাপোর্ট করে, #অ্যাপল এবং #সামসাং গ্যালাক্সি এস৪, ও ৫ তবে পর্যায়ক্রমে সব ব্র্যান্ডের ফোনেই সাপোর্ট করবে বলে তাঁরা জানিয়েছে।
সূত্রঃ ইন্টারনেট