টুইকটির কথা শুনে প্রথম প্রথম মনে হতে পারে এটি চমৎকার একটি ফিচার, কিন্তু এই ফিচারটিরও রয়েছে কিছু অসুবিধা। যেমন ধরুন, আপনার স্মার্টফোনটি আপনার পকেটে আছে এবং চলতে চলতে আপনার ফোনটি যখন কোন একটি মুভমেন্ট ডিটেক্ট করবে তখন এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে। তাই আপনারা যারা এই ফিচারটি ব্যবহার করতে চান না তাদের জন্য এই ফিচারটি কীভাবে ডিস্যাবল বা বন্ধ করতে হয় সেটিকেই ছোট্ট একটি টিউটোরিয়াল আঁকারে লিখতে বসেছি আজ। চলুন, কীভাবে ডিস্যাবল করবেন সেটি শিখে নেয়া যাক।
পদ্ধতি – এর জন্য প্রথমে আপনাকে আপনার ডিভাইসের সেটিংসে যেতে হবে। এর জন্য আপনি মেন্যু থেকেও সেটিংস আইকনে ট্যাপ করতে পারেন অথবা নোটিফিকেশন থেকেও খুব সহজে গিয়ার আইকনে ট্যাপ করে সেটিংস উইন্ডোতে চলে যেতে পারেন।
সেটিংস মেন্যুতে যাবার পর স্ক্রল করে নিচের দিকে আসুন এবং Display অপশনটিতে ট্যাপ করুন।
Display মেন্যুতে আপনি Ambient display অপশনটি খুঁজে পাবেন। এর পাশে থাকা স্লাইডারে ট্যাপ করলেই তা বন্ধ হয়ে যাবে। অথবা যদি সেটি বন্ধ করা থাকে তবে ট্যাপ করলে সুবিধাটি অ্যাকটিভ হয়ে যাবে।