স্যামসাং মোবাইল বাংলাদেশ, তাদের ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারের বিজয়ীর জন্য হেলিকপ্টার যাত্রার আয়োজন করেছে।
এই অফারের
প্রথম বিজয়ী, হিমাংশু চক্রবর্তী একটি গ্যালাক্সি জে৫ ২০১৬ এডিশন হ্যান্ডসেট কেনার পর
হেলিকপ্টার যাত্রাটি জিতে নেন, জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের এই অফারটি ছিল যে, গ্রাহকরা গ্যালাক্সি জে সিরিজের জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ এডিশন হ্যান্ডসেটগুলোতে একটি রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগসহ সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।
স্যামসাং ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম-এর প্রধান নির্বাহী সৈয়দ সাকলায়েন বলেন, ‘স্যামসাংয়ে আমরা আমাদের গ্রাহকদের সব সময় অনন্য এবং গ্র্যান্ড অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। এবারের ঈদ উপলক্ষে আমরা ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারের বিজয়ীদেরকে হেলিকপ্টারে চড়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।”
হিমাংশু চক্রবর্তী বলেন, "হ্যান্ডসেটটি কেনার পর আমি স্যামসাং থেকে একটি গ্র্যান্ড ইনভাইট পেয়েছিলাম, তাও আবার একটি হেলিকপ্টার যাত্রার জন্য। প্রথমে আমি এটা বিশ্বাস করতে পারিনি। কিন্তু স্যামসাংয়ের উদ্যোগে আমি আমার নিজের দেশকে পাখির চোখ থেকে দেখতে পেরে বিস্মিত।”
স্যামসাংয়ের এই অফারটি ছিল যে, গ্রাহকরা গ্যালাক্সি জে সিরিজের জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ এডিশন হ্যান্ডসেটগুলোতে একটি রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগসহ সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।
স্যামসাং ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম-এর প্রধান নির্বাহী সৈয়দ সাকলায়েন বলেন, ‘স্যামসাংয়ে আমরা আমাদের গ্রাহকদের সব সময় অনন্য এবং গ্র্যান্ড অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। এবারের ঈদ উপলক্ষে আমরা ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারের বিজয়ীদেরকে হেলিকপ্টারে চড়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।”
হিমাংশু চক্রবর্তী বলেন, "হ্যান্ডসেটটি কেনার পর আমি স্যামসাং থেকে একটি গ্র্যান্ড ইনভাইট পেয়েছিলাম, তাও আবার একটি হেলিকপ্টার যাত্রার জন্য। প্রথমে আমি এটা বিশ্বাস করতে পারিনি। কিন্তু স্যামসাংয়ের উদ্যোগে আমি আমার নিজের দেশকে পাখির চোখ থেকে দেখতে পেরে বিস্মিত।”