অ্যাপলকে মানুষ আগে থেকেই তাদের নিজস্ব তথ্য গোপন রাখা প্রতিষ্ঠান হিসেবেই জানে- কিন্তু এখন এটাই তাদের শত্রু হয়ে উঠেছে, ভাষ্য ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার-এর।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুপারটিনোতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি কোনোভাবেই
তাদের নতুন অপারেটিং সিস্টেম এক্স-এর পরিকল্পনার তথ্য ফাঁস হওয়া বন্ধ করতে পারছে না।
অ্যাপলের ওএসএক্স ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়।
অ্যাপল এর প্রত্যেকটি অপারেটিং সিস্টেমে ভিন্ন ফরমেট ব্যবহার করেছে এবং এই ওএস এক্স অ্যাপলের কাছে অনেকটা ধ্বংসাবশেষের মতো, অনেক আগেই পরিকল্পনা করা হলেও অনুমান করা হয়েছিল যে ‘ওএস এক্স’ নামের এই নামটিও অ্যাপল আর রাখবে না।
অ্যাপল ওয়াচে ব্যবহার করা হয় ওয়াচওএস আবার আইফোন এবং আইপ্যাড-এ ব্যবহার করা হয় আইওএস এবং অ্যাপল টিভিতে ব্যবহার করা হয় টিভিওএস।
ঠিক এভাবেই ওএসএক্স ব্যবহার করা হয় ম্যাক, ম্যাকবুক এবং ম্যাকপ্রো ডিভাইসগুলোতে এবং পরে যা পরিণত হবে ম্যাকওএস অপারেটিং সিস্টেমে।
২০১৬ সালের এপ্রিল মাসে আর্থ ডে সম্মেলনে প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য পদক্ষেপ নেওয়ার সময় ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে 'ওএসএক্স'-এর পরিবর্তে 'ম্যাকওএস' নাম ব্যবহার করে, যদিও তা তারা মুছে আবার ওএস এক্স করে দেয় অ্যাপল।
বিজনেস ইনসাইডার জানায়, এর আগেও ওএস ডেভেলপাররা ওএস এক্স-এর কোড ব্যবহারের সময় ম্যাকওএস-এর প্রসঙ্গ খুঁজে পেয়েছিলেন।
কবে ম্যাকওএস আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি পাবে তা এখনও জানা যায়নি। আর অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত তাদের কোনো পণ্য নিয়ে কথা বলে না।
প্রতিষ্ঠানটি সামনের সপ্তাহে বাৎসরিক ডেভলাপার সম্মেলন-এর আয়োজন করেছে, হতে পারে এই সম্মেলনই হবে এ নিয়ে ঘোষণা দেওয়ার সঠিক স্থান।
অ্যাপল এর প্রত্যেকটি অপারেটিং সিস্টেমে ভিন্ন ফরমেট ব্যবহার করেছে এবং এই ওএস এক্স অ্যাপলের কাছে অনেকটা ধ্বংসাবশেষের মতো, অনেক আগেই পরিকল্পনা করা হলেও অনুমান করা হয়েছিল যে ‘ওএস এক্স’ নামের এই নামটিও অ্যাপল আর রাখবে না।
অ্যাপল ওয়াচে ব্যবহার করা হয় ওয়াচওএস আবার আইফোন এবং আইপ্যাড-এ ব্যবহার করা হয় আইওএস এবং অ্যাপল টিভিতে ব্যবহার করা হয় টিভিওএস।
ঠিক এভাবেই ওএসএক্স ব্যবহার করা হয় ম্যাক, ম্যাকবুক এবং ম্যাকপ্রো ডিভাইসগুলোতে এবং পরে যা পরিণত হবে ম্যাকওএস অপারেটিং সিস্টেমে।
২০১৬ সালের এপ্রিল মাসে আর্থ ডে সম্মেলনে প্রতিষ্ঠানটি পরিবেশের জন্য পদক্ষেপ নেওয়ার সময় ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে 'ওএসএক্স'-এর পরিবর্তে 'ম্যাকওএস' নাম ব্যবহার করে, যদিও তা তারা মুছে আবার ওএস এক্স করে দেয় অ্যাপল।
বিজনেস ইনসাইডার জানায়, এর আগেও ওএস ডেভেলপাররা ওএস এক্স-এর কোড ব্যবহারের সময় ম্যাকওএস-এর প্রসঙ্গ খুঁজে পেয়েছিলেন।
কবে ম্যাকওএস আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি পাবে তা এখনও জানা যায়নি। আর অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত তাদের কোনো পণ্য নিয়ে কথা বলে না।
প্রতিষ্ঠানটি সামনের সপ্তাহে বাৎসরিক ডেভলাপার সম্মেলন-এর আয়োজন করেছে, হতে পারে এই সম্মেলনই হবে এ নিয়ে ঘোষণা দেওয়ার সঠিক স্থান।