হোয়াটসঅ্যাপ যেদিন থেকে ফেসবুক অধিগ্রহণ করেছেন, সেদিন থেকেই এই অ্যাপটি একের পর আপডেটস নিয়ে আসছেন গ্রাহকদের জন্য। ফেসবুকের মূল উদ্দেশ্যই, এই অ্যাপটিকে আরও বেশি ফাংশনাল করে তোলা।
সেই ধারাবাহিকতায় হোয়াট্‌সঅ্যাপে সম্প্রতিই হয়েছে ‘এন্ড টু এন্ড’ এনক্রিপশন। এছাড়াও আরও নতুন আপডেট

আসতে চলেছে এক-দু মাসের মধ্যেই। কী কী আপডেটস দেখে নিন এক ঝলক—
১। চালু হবে কল ব্যাক অপশন। হোয়াটসঅ্যাপে আসা কোনও কল মিস করলে এই ওয়ান ট্যাপ বাটন থেকে কল করা যাবে অ্যাপে না ঢুকেই। এই বাটনটি থাকবে ‘নোটিফিকেশন পেন’-এ, হোয়াটসঅ্যাপ মেসেজ নোটিফিকেশনের পাশেই। সেখানেই কল ব্যাক অপশনটি আসবে। এই আপডেটটি অ্যানড্রয়েড এবং আইওএস দু’টি প্ল্যাটফর্মেই হবে।
২। আইওএস প্ল্যাটফর্মের জন্য চালু হবে ভয়েসমেল।
৩। এছাড়া ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রেও নতুন একটি আপডেট আসছে। শোনা যাচ্ছে, এবার থেকে শেয়ার করা যাবে জিপ ফাইলও। এই নতুন আপডেট ঠিক কবে থেকে পাওয়া যাবে তা এখনও অবশ্য জানা যায়নি।
 
Top