সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ফটো শেয়ারিং অভিজ্ঞতাকে আরও কিছুটা উপভোগ্য করতে নতুন ৩৬০-ডিগ্রি ফটো ফিচার চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ৯ জুন ফেইসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
রয়টার্স
জানিয়েছেন, ৩৬০-ডিগ্রি ক্যামেরা ছাড়াও
মোবাইলফোনে প্যানারোমা ছবি তুলে সেটি ফেইসবুকে পোস্ট করা পোস্ট করা যাবে। ফেইসবুক
নিজে থেকেই ছবিটিকে ৩৬০-ডিগ্রিতে পরিবর্তন করে নেবে।
নিউজফিডে ছবিটি দেখতে ব্যবহারকারী ছবির উপর স্ক্রল করে চারপাশ দেখতে পারবেন। ছবিটি থেকে ‘আরও প্রাণবন্ত’ অভিজ্ঞতা পেতে এটি ভিআর ডিভাইসেও দেখা যাবে বলে জানানো হয়।
এরই মধ্যে নিজের অ্যাকাউন্ট থেকে ফেইসবুক প্রধান জাকারবার্গ ৩৬০-ডিগ্রি ছবি পোস্টও করেছেন। তার ফেইসবুক পোস্টে তিনি বলেন, "আজকে আমরা ফেইসবুকে বিশ্বব্যাপী ৩৬০-ডিগ্রি ফটো চালু করছি। এটি অনেকটাই ৩৬০-ডিগ্রি ভিডিও-এর মত। আপনি আপনার ফোন ঘুরাতে পারেন এবং অনুভব করতে পারেন আপনি আসলেই সেখানে আছেন। এখানে বড় পরিবর্তন হলো, আপনি ফোনের মাধ্যমে প্যানারোমা ধারণ করতে পারবেন, বাকিটা ফেইসবুক ঠিক করে নেবে।"
২০১৫ সালের সেপ্টেম্বরে একই ধরনের ভিডিও ফিচার চালু করে ফেইসবুক। সম্প্রতি ফেইসবুকে লাইভ ভিডিও গেইম স্ট্রিমিং ফিচার চালু করার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউজফিডে ছবিটি দেখতে ব্যবহারকারী ছবির উপর স্ক্রল করে চারপাশ দেখতে পারবেন। ছবিটি থেকে ‘আরও প্রাণবন্ত’ অভিজ্ঞতা পেতে এটি ভিআর ডিভাইসেও দেখা যাবে বলে জানানো হয়।
এরই মধ্যে নিজের অ্যাকাউন্ট থেকে ফেইসবুক প্রধান জাকারবার্গ ৩৬০-ডিগ্রি ছবি পোস্টও করেছেন। তার ফেইসবুক পোস্টে তিনি বলেন, "আজকে আমরা ফেইসবুকে বিশ্বব্যাপী ৩৬০-ডিগ্রি ফটো চালু করছি। এটি অনেকটাই ৩৬০-ডিগ্রি ভিডিও-এর মত। আপনি আপনার ফোন ঘুরাতে পারেন এবং অনুভব করতে পারেন আপনি আসলেই সেখানে আছেন। এখানে বড় পরিবর্তন হলো, আপনি ফোনের মাধ্যমে প্যানারোমা ধারণ করতে পারবেন, বাকিটা ফেইসবুক ঠিক করে নেবে।"
২০১৫ সালের সেপ্টেম্বরে একই ধরনের ভিডিও ফিচার চালু করে ফেইসবুক। সম্প্রতি ফেইসবুকে লাইভ ভিডিও গেইম স্ট্রিমিং ফিচার চালু করার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।