১. কুইকপিক : খুব সহজে ফটো গ্যালারি করার জন্য এই অ্যাপটির ব্যবহার। কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি।
২. ES ফাইল এক্সপ্লোরার : ব্লটওয়্যার ও অ্যাডওয়্যারে ভর্তি। আপনাকে সারক্ষণ বিরক্ত করে যাবে।
৩. UC ব্রাউজার : জনপ্রিয় অ্যানড্রয়েড ওয়েব ব্রাউজার। কিন্তু এর আড়ালে ঘাপটি মেরে বসে থাকতে পারে হ্যাকাররা।
৪. মিউজিক প্লেয়ি : আপনাকে গান শোনাবে, কিন্তু পাশাপাশি প্রচুর পরিমাণে ডেটা খরচ হবে। ব্যাটারিও ক্ষতি করবে।
৫. DU ব্যাটারি সেভার অ্যান্ড ফাস্ট চার্জ : মোটেই ব্যাটারির ক্ষমতা বাঁচায় না বা তাড়াতাড়ি ব্যাটারিকে চার্জ করে না। পুরোটাই বিজ্ঞাপনী চাল।
৬. ডলফিন ব্রাউজার : এই অ্যাপটি কেউ ডাউনলোড করলে, তিনি তার নিজের দায়িত্বে করবেন। আপনার দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারে এই অ্যাপ।