পুঁজি ছিলো মাত্র ২২৪ রানের। এই পুঁজি নিয়ে ওয়ানডে ক্রিকেটে লড়াই করারও
চিন্তা করা যায় না। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে মুশফিকের নেতৃত্বাধীন
মোহামেডান চিন্তাটা করেছিলো। ফলও পেয়ে গেছে তারা। ২২৪ রান নিয়েই প্রাইম
ব্যাংকের বিপক্ষে ৮২ রানে জিতেছে মোহামেডান।
ম্যাচটা মাঠে গড়ায় গতকাল। কিন্তু বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। ফলে ম্যাচের বাকি অংশ আজ সংরক্ষিত দিনে অনুষ্ঠিত হয়ে গেলো। টপ অর্ডারের ব্যর্থতার পরও নাজমুল হোসেন মিলন ও হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরিতে মোহামেডান ২২৪ রান করে।
গতকাল জবাব দিতে নেমে এক উইকেটে ৪১ রান করে রেখেছিলো প্রাইম ব্যাংক। আজ আরো দুই উইকেট হারিয়ে ১১৮ রান করে তারা। এরপর বাকি সাত উইকেট পড়ে যায় মাত্র ২৯ রানে!
মোহামেডানের হয়ে চার উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। শুভাশিস রায় নেন তিন উইকেট। এ ছাড়া আরিফুল হক দুটি উইকেট নেন।
প্রাইম ব্যাংকের এমন অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতায় পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মোহামেডান। অষ্টম রাউন্ড শুরুর আগে শীর্ষেই ছিলো তারা। কিন্তু গতকাল কলাবাগান একাডেমিকে হারিয়ে শীর্ষে উঠে যায় প্রাইম দোলেশ্বর। তাদেরকে সরিয়ে আবার শীর্ষে উঠলো মুশফিকের দল। আট রাউন্ডে মোহামেডানের এটি ষষ্ট জয়।
ম্যাচটা মাঠে গড়ায় গতকাল। কিন্তু বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। ফলে ম্যাচের বাকি অংশ আজ সংরক্ষিত দিনে অনুষ্ঠিত হয়ে গেলো। টপ অর্ডারের ব্যর্থতার পরও নাজমুল হোসেন মিলন ও হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরিতে মোহামেডান ২২৪ রান করে।
গতকাল জবাব দিতে নেমে এক উইকেটে ৪১ রান করে রেখেছিলো প্রাইম ব্যাংক। আজ আরো দুই উইকেট হারিয়ে ১১৮ রান করে তারা। এরপর বাকি সাত উইকেট পড়ে যায় মাত্র ২৯ রানে!
মোহামেডানের হয়ে চার উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। শুভাশিস রায় নেন তিন উইকেট। এ ছাড়া আরিফুল হক দুটি উইকেট নেন।
প্রাইম ব্যাংকের এমন অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতায় পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মোহামেডান। অষ্টম রাউন্ড শুরুর আগে শীর্ষেই ছিলো তারা। কিন্তু গতকাল কলাবাগান একাডেমিকে হারিয়ে শীর্ষে উঠে যায় প্রাইম দোলেশ্বর। তাদেরকে সরিয়ে আবার শীর্ষে উঠলো মুশফিকের দল। আট রাউন্ডে মোহামেডানের এটি ষষ্ট জয়।