ড্রপবক্সের বর্তমান রেজিস্টার্ড ব্যবহারকারীর সংখ্যা ৫০০ মিলিয়ন। জনকপ্রিয় এই ক্লাউড স্টোরেজ সার্ভিসের এই ব্যাপক সাফল্য লাভ সম্ভব হয়েছে মাত্র এক বছরে। গত বছরের জুন মাস পর্যন্ত এর ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০০ মিলিয়ন।

কিছু নিদর্শনের কথা উল্লেখ করে ড্রপবক্স কর্তৃপক্ষ জানান, ২০০৮ সাল থেকে ড্রপবক্স ৩.৩ বিলিয়ন সংযোগ প্রদান করে। গত বছর এটির ৫১% অগ্রগতি হয়। ৪৪ শতাংশ নতুন ব্যবহারকারী পুরনো ব্যবহারকারীদের মাধ্যমে ড্রপবক্সের সাথে পরিচিত হয়। ২০১২ সালের নভেম্বরে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১০০ মিলিয়ন যা কিনা পরবর্তী বছরের নভেম্বরে ২০০ মিলিয়নে উন্নীত হয়। ২০১৪ সালের মে মাসে ৩০০ ব্যবহারকারী ড্রপবক্সে তালিকাভুক্ত হয়। যদিও ড্রপবক্স যুক্তরাষ্ট্র কেন্দ্রিক প্রতিষ্ঠান, এটির সর্বশেষ ১০০ মিলিয়ন ব্যবহারকারী ব্রাজিল, ভারত, যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছে।

চলতি বছরে জানুয়ারীতে পিসি এবং ট্যাবের জন্য “উইন্ডোজ টেন অ্যাপ” লঞ্চ হয়ার পর থেকে ড্রপবক্স নতুন সব ফিচার এবং অ্যাপ যুক্ত করছে।
 
Top