বর্তমান সময়ে স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা দেখে গুগল এবার বের করতে যাচ্ছে তাদের নিজস্ব স্মার্ট ওয়াচ! আগামী মাসের একোন সময় এর প্রাথমিক প্রদর্শনী হতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু এর অফিসিয়াল ঘোষনা আসবে আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য গুগল আই/ও সম্মেলনে
গুগল তাদের নেক্সাস ফোনের মত এই স্মার্ট ওয়াচের হার্ডওয়ার ও নিজেরা তৈরী করবে না।  গুগল তাদের নেক্সাস ৪ ও ৫ নিয়ে এলজি এর উপর সন্তুষ্ট থাকায় এবারের কাজটিও এলজি কে দিয়েই করাচ্ছে।
এই স্মার্ট ওয়াচের অপারেটিং সিস্টেমটি অনেকটা গুগল গ্লাসের মতই হবে। মানে এটি গুগল নাউ (Google Now) এর উপর বেজ করে করা হবে।
এ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানা যাবে আগামী মাসের প্রিভিউ আসার পর। ততক্ষণ পর্যন্ত আমাদের এইটুকে জেনেই অপেক্ষা করতে হচ্ছে!!!
 
Top