আসুন আসল কথায় আসা যাক। আমার আজকের এই টিউনের মূল বিষয় হচ্ছে রবির ফ্রি ৫০০ এমবি ইন্টারনেট প্যাক। যা অামরা শুধু মাত্র ফেসবুক অ্যাপ দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারবো। এছাড়া আর কি লাগবে বলুন আমরা তো সারাদিন ফেসবুকে সময় কাটাতে ভালোবাসি।
তবে চলুন রবির ৫০০ এমবি এর অফারটি কিভাবে পাবেন যেনে নেওয়া যাকঃ
রবির ৫০০ এমবি ইন্টারনেট অফারটি পেতে আপনার সিম থেকে ডায়াল করুন *8444*0# এবং পরে রিপ্লাই করুন 1 তাহলে আপনি রবির ৫০০ এমবি ইন্টারনেট ফ্রি তে পেয়ে যাবেন।
রবির ৫০০ এমবি ইন্টারনেট প্যাকটি চেক করতে বা দেখতে ডায়াল করুন *8444*88# দেখুন আপনার একাউন্টে রবির ৫০০ এমবি ফেসবুক ইন্টারনেট প্যাক আছে।
তাহলে আর দেরি না করে ডায়াল করেই পেয়ে যান রবির ৫০০ এমবি ফেসবুক প্যাক। আর সবথেকে বেশি সুবিধা হলো এটা সরাসরি ফেসবুক অ্যাপ দিয়ে ব্যবহার করা যাবে।