বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’ আয়োজন করে মহাকাশ গবেষণা সংস্থা নাসা । ন্যশনাল রাউন্ড শেষে এরই মধ্যে সেমিফাইনালে শীর্ষ ২৫ টি দলের মধ্যে যায়গা করে নিয়েছে বাংলাদেশি প্রকল্প মার্শিয়ান ওয়েসিস। বাংলাদেশ ও জাপান এখনো প্রতিযোগিতায় আশা জাগিয়ে রেখেছে এশিয়ার মহাদেশের হয়ে। বেসিস পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান অপু বলেন বাংলাদেশের সেমিফাইনালে উঠে আসা গর্বের বিষয়। আমরা ভোট দিয়ে বাংলাদেশকে বিজয়ী করতে পারি। আগামি ৭ দিনে প্রতিদিন একটি করে ভোট দেয়া যাবে। একজন ব্যক্তি মোট ৭ টি ভোট দিতে পারবেন।

ভোট দেয়ার পদ্ধতিঃ
https://2016.spaceappschallenge.org/ লিংকটিতে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর https://2016.spaceappschallenge.org/vote এই লিঙ্কে গিয়ে #MartianOasis কে ভোট দিতে হবে।
বিঃদ্রঃ একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটি করে ভোট দেয়া যাবে। এভাবে আগামি ৭ দিনে একজন ৭টি ভোট দিতে পারবেন।
‘মার্সিয়ান ওয়েসিস’ প্রজেক্টের জন্য শুভকামনা রইলো। আমরা ভোট দিলেই প্রকল্পটি বিজয়ী হতে পারবে বাংলাদেশ। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব  ভোট দিয়ে বাংলাদেশকে বিজয়ী করা।
 
Top