ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) মারভেল কমিকসের ছবি মানেই দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ আর টানটান উত্তেজনা। আর সেটা যদি হয় ‘এক্স-মেন’ সিরিজ তাহলে তো কথা-ই নেই। বিশ্বজুড়ে অগণিত সিনেমাপ্রেমী যেসব ছবির জন্য মুখিয়ে থাকেন তার মধ্যে অন্যতম এই সিরিজের ছবি। অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘এক্স-মেন’। ২৭ মে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজের নতুন সিক্যুয়েল ‘এক্স-মেন অ্যাপোক্যালিপ্স’।

বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। ২৬ মে সন্ধ্যায় এর জাঁকজমকপূর্ণ রেড কার্পেট প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘দ্য হান্ট ইজ অন’ শিরোনামে ভিন্নধর্মী এক প্রতিযোগিতার আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। স্টার সিনেপ্লেক্স-এর ফেসবুকে পেইজের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীরা পাবেন ‘এক্স-মেন অ্যাপোক্যালিপ্স’-এর প্রিমিয়ার শো দেখার সুযোগসহ আকর্ষণীয় অনেক পুরস্কার।

এরইমধ্যে ভারতে মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের বিপুল সাড়া অর্জন করেছে। ভারতে সম্প্রতি মুক্তি পাওয়া সব ছবিকে পেছনে ফেলে বক্স অফিসের শীর্ষে জায়গা করে নিয়েছে এটি। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এবং মারভেল এন্টাটেইনমেন্টের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন এক্স মেন সিরিজের প্রথম দুটি এবং শেষ ছবির পরিচালক ব্রায়ান সিঙ্গার। এই সিরিজের সর্বশেষ ছবি ‘এক্স-মেন ডেইজ অব ফিউচার পাস্ট’-এর পরবর্তী প্রেক্ষাপট নিয়েই তৈরি করা হয়েছে এবারের ছবিটি।

বরাবরের মতো এ ছবিতেও ম্যাগনেটো চরিত্রে মাইকেল ফ্যাসবেন্ডার এবং মিস্টিক চরিত্রে অভিনয় করেছেন অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। আর অ্যাপোক্যালিপ্স চরিত্র অভিনয় করেছেন অস্কার আইজ্যাক। এছাড়াও, ছবিটির বিভিন্ন চরিত্র আরও অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, নিকোলাস হুল্ট, সোফি টারনার, অলিভিয়া মুনসহ আরও অনেকে। পৃথিবীকে কেবল মিউট্যান্টদের বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিশ্বের প্রথম মিউট্যান্ট অ্যাপোক্যালিপ্স।

ভয়ঙ্কর এই আদি মিউট্যান্টের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর অভিযানে নেমেছে এক ঝাঁক মিউট্যান্ট। আদি মিউট্যান্ট অ্যাপোক্যালিপ্সের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর অভিযানে এক ঝাঁক নতুন মুখ চোখে পড়লেও ছবির ট্রেইলারে দেখা যায়নি সিরিজের অন্যতম আকর্ষণ উলভারিনকে। ‘ডেইজ অব দ্য ফিউচার পাস্ট’-এর পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত ‘অ্যাপোক্যালিপ্স’- এ দেখা যাবে এক নতুন মিউট্যান্ট শক্তির উত্থানকে। দুই মিনিট চৌত্রিশ সেকেন্ডের  ট্রেইলারটিতে পাল্টে যাওয়া অতীতে পৃথিবীকে কেবল মিউট্যান্টদের বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে এগুনো অ্যাপোক্যালিপ্সকে দেখানো হয়, যে বিশ্বের প্রথম মিউট্যান্ট।

অস্কার আইজ্যাক অভিনীত চরিত্রটিকে ঠেকাতে প্রফেসর চার্লস এক্স জেভিয়ারের নেতৃত্বে লড়বে তরুণ স্টর্ম, জিন গ্রে এবং সাইক্লপ্স। তাদের সঙ্গে থাকছেন মিস্টিক এবং বিস্ট। ফিরতি তারকাদের মধ্যে আরো থাকবে কুইকসিলভার এবং এঞ্জেল। আর ম্যাগনিটো তো থাকছেনই। তবে ট্রেইলারের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ন্যাড়া মাথায় প্রফেসর চার্লস এক্স জেভিয়ারের আবির্ভাব।

অন্যদিকে, ছবিটির আরেক নতুনত্ব হলো পোশাক। যখন টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এর জন্য ব্রায়ান সিঙ্গারের এক্স- মেন সিরিজের ছবিগুলো বিশাল সাফল্য নিয়ে আসছিল তখনও যারা আসল কমিক বইয়ের ভক্ত ছিল তারা ছবিগুলোতে কিছু একটার অভাব বোধ করছিল এবং তা হল রং। ছবিগুলো এই কমিক চরিত্রগুলোর ঐতিহ্যবাহী রঙ্গিন পোশাকের বদলে কিছুটা অন্ধকার ধাঁচের পোশাক ব্যবহার করেছে। এবার সেই রঙে পরিবর্তন আসছে।

সম্প্রতি ইয়াহুর সাথে এক সাক্ষাৎকারে পরিচালক ব্রায়ান সিঙ্গার জানিয়েছেন, এক্স-মেন হচ্ছে এক ধরনের যুদ্ধবাহী দল। তাই সবসময় বাস্তবতার কথা চিন্তা করা হয়েছে যেন তারা লড়াই করা ও ওড়ার জন্য মানানসই পোশাক পায়। এক্স-মেন অ্যাপোক্যালিপ্স- এ আপনারা পছন্দের সুপারহিরোদের সেই রঙের পোশাকে দেখতে পাবেন যা আপনারা কমিক বইয়ে দেখে থাকেন।
 
Top