চলতি বছর ৪ মার্চ ‘হিটম্যান বেটা’ খেলার আরেকটি সুযোগ পাবেন প্লে-স্টেশন প্লাস গ্রাহকরা জানিয়েছেন সনি।

১২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো গেইমটি বের করা হয়। কিন্তু এবার ১১ মার্চ থেকে প্লে-স্টেশন-এর প্রিমিয়াম সার্ভিস এর জন্য অর্থ পরিশোধ করেন এমন গ্রাহকরাই শুধু এটি খেলার আরেকটি সুযোগ পাবেন।

মার্চ বের হতে যাওয়া গেইমটির আংশিক ভাগ দেখানো হবে, যা পরবর্তী এক সপ্তাহ খেলা যাবে। শুরুর নাটকীয় ট্রেইলারের কারণে এটি গেইমারদের উত্তেজনা আরও বাড়াবে বলে মন্তব্য করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

গেইমটির ‘সুপার-ডিটেইল্ড ভিডিও’-তে হিটম্যান এর নায়ক এজেন্ট ৪৭-এর আগের কাহিনী দেখানো হয়েছে। এখানে চরিত্রটি আগের গেইমগুলোর কিছু দৃশ্যের স্মৃতি মনে করে।

২০ বছর আগে প্যারিস-এর একটি ফ্যাশন শো’তে দেওয়া প্রথম মিশনের আগে আইসিএ-এ কর্মজীবন শুরু করে ‘৪৭’। এই গেইমে সেই সময় থেকে শুরু করে এজেন্ট ৪৭-এর অনেক স্মৃতিচারণ দেখতে পাবেন গেইমাররা।

গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ‘আইও ইন্টারঅ্যাকটিভ’ গেইমটির কিছু অংশ ১১ মার্চে উন্মোচন করলেও, বাকিটা সারা বছরজুড়ে উন্মোচন করা হবে। আবারও গেইমটির আগের মূহুর্তগুলো ফিরিয়ে আনার মাধ্যমে নতুন এপিসোড আনার মধ্যবর্তী সময়ে গেইমারদের ব্যস্ত রাখা যাবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
 
Top