অনেক অপেক্ষার পর iOS 9 অবশেষে অ্যাপল মোবাইল ডিভাইসের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। ​​ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে দারুণ কিছু পরিবর্তন ও নতুন বৈশিষ্ট্য নিয়ে সাজিয়েছে iOS 9 সংস্করণ। তাহলে জানা যাক কি কি নতুন পরিবর্তন ও বৈশিষ্ট্য রয়েছে অ্যাপলের  iOS 9 সংস্করণে।

  • অ্যাপলের iOS 9 এর ক্লাউড স্টোরেজ সার্ভিস আইক্লাউড ড্রাইভ অ্যাপকে হোম স্ক্রিনে অ্যাড করা যাবে। খুব দ্রুত এতে ফাইল পুরে দিতেই এ ব্যবস্থা করা হয়েছে।
  • স্ট্যান্ডার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের পাশাপাশি অ্যাপল পে আরো শক্তিশালী হয়েছে।
  • একটু আগে যে অ্যাপটি ব্যবহার করছিলেন তাতে আবার ফিরে যেতে ব্যবস্থা রেখেছে আইওএস ৯ (iOS 9)। আগের শেষ করে বর্তমান কাজ করা অবস্থায় আবারো পূর্বের অ্যাপে ফিরে যেতে পারবেন অনায়াসে।
  • ব্যাটারির শক্তি সামলে স্মার্টফোন ব্যবহার করা সবচেয়ে ঝামেলার বিষয়। নতুন আইওএস ৯-এ খুব কম ব্যাটারি ব্যবহারের অপশনসহ ব্যাটারির ব্যবহার-সংক্রান্ত নানা তথ্য দেখার ব্যবস্থা করা হয়েছে।অ্যাপল বলছে, সেটিংসের যেকোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বা ভিজুয়াল ইফেক্ট না কমালে বা নিষ্ক্রিয় না করলেও ব্যাটারির চার্জ কমপক্ষে তিন ঘণ্টা পর্যন্ত থাকবে।
  • ক্যালেন্ডারে এসেছে আকর্ষণীয় পরিবর্তন। এখন ক্যালেন্ডার রেস্টুরেন্ট রিজার্ভেশন এবং ফ্লাইটের সময়সূচি দেখাবে আপনাকে।
  • অচেনা নম্বর থেকে কোনো ফোন এলে ডিজিটাল ভয়েস অ্যাসিস্টেন্ট 'সিরি' নম্বরটি শনাক্তের চেষ্টা করবে। আপনার কোনো ইমেইলে নম্বরটি থাকলে সেখান থেকে বের করে আনবে সিরি।
  • অনেক সময় সিরি আপনার কাজে নাক গলিয়ে ফেলে। একে সামলাতে ভয়েস অ্যাক্টিভিশন ফিচার আনা হয়েছে। নির্দেশ ছাড়া সিরি নাক গলাবে না আইওএস ৯ এ (iOS 9)
  • দিন, তারিখ অনুযায়ী নিজের ছবি খুঁজে বের করে দেবে সিরি।
  • ভবিষ্যতে কি খুঁজতে পারেন এবং কি চান তা বুঝে নিতে পারবে সিরি।
  • আপনার কণ্ঠ চিনে নিতে সিরিকে কিছু শিক্ষা দিতে পারবেন।
  • 'নিউজ' নামে নতুন একটি প্রিইন্সটল্ড অ্যাপ আনা হয়েছে নতুন আইওএস-এ। এখন থেকে খবর ঘাঁটতে বিভিন্ন অ্যাপ বা উৎস ঘাঁটতে হবে না। অ্যাপলের অ্যাপেই কাজ সারতে পারবেন।
  • যে সব স্থানে অ্যাপল পে ব্যবহার করা যাবে, তা খুঁজে বের করতে সহায়তা করবে নতুন আইওএস।
  • কোনো ছবি অ্যাটাচমেন্ট আকারে আসলে তাতে আঁকিবুকি করতে পারবেন। নতুন আইওএস-এর নতুন মেইল অ্যাপ এখন থেকে এ কাজটি করতে পারে।
  • নতুন সিস্টেমে কয়েকটি ছবিকে চট করে লুকিয়ে ফেলা যাবে।
  • আপনার ইন্টারনেট গতি যেমনটাই থাকুক না কেন, উচ্চমানের মিউজিক শুনতে পারবেন।
  • একটি গ্রুপের ছবিগুলোকে হাইলাইট করতে পারবেন এক আঙুলের ছোঁয়ায়।
  • ডেস্কটপ সাইট ফিরে পেতে সাফারিতে রিফ্রেশ বাটন দেওয়া হয়েছে।
  • সিরির মাধ্যমে এখন থেকে স্টক প্রাইস, খেলার স্কোর এবং গাণিতিক সহায়তা নতুন অপারেটিং সিস্টেমে পাবেন।
  • গ্রুপ নোটিফিকেশনের জন্যে একটি নতুন অ্যাপ পাবেন এতে।
  • টাচ আইডি সিকিউরিটির জন্যে ছয় ডিজিটের পাসকোডের ব্যবস্থা রাখা হয়েছে।
  • একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে নতুন সুইচের ব্যবস্থা রাখা হয়েছে।
  • কল করতে, টেক্সট পাঠানো এবং নম্বরের ফেসটাইম দেখার কাজটি খুব দ্রুত করতে পারবেন।
  • সেলফি এবং স্ক্রিনশটের জন্যে নতুন অ্যালবাম করা হয়েছে।
  • যেকোনো কমান্ডকে আনডু করতে মোবাইলটি ঝাঁকালেই হবে।
  • একটি শব্দ লেখার পর পরবর্তী শব্দের প্রথম অক্ষরটি বড় করতে নতুনভাবে একটি বোতামে চাপ দিতে হতো। এখন থেকে এ কাজটি করতে হবে না।
  • অ্যাপল ম্যাপের মাধ্যমে এবার এক স্থান থেকে অন্য স্থানের মধ্যকার রাস্তার দিক নির্দেশনা পাওয়া যাবে। এটাই নতুন সিস্টেমের বড় পরিবর্তন।
  • বেছে নেওয়া একটি ঠিকানা থেকে আসা ইমেইলের সবগুলোকে আর্কাইভ করতে পারবেন এবং এদের ট্র্যাশে পাঠিয়ে দিতে পারবেন।
  • সিরি যে সকল সাজেশন দেবে তা বন্ধ করে দিতে পারবেন।
  • ওয়াই-ফাই সংযোগের ক্ষেত্রে যে সংযোগটি বেশি দ্রুত, নতুন সিস্টেম সেই সংযোগটিই বেছে নেবে।
  • এবার ভিডিও জুম করা যাবে। এর আগে কেবলমাত্র ছবি জুম করা যেতো।
 
Top