Latest News

গিগাবাইট ব্র্যান্ডের এক্সএম-৩০০ মডেলের গেমিং মাউস বাজারে বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। প্রফেশনাল গেমারদের জন্য বিশেষভাবে তৈরি এই মাউসটিতে রয়েছে গেমিং অপটিক্যাল সেন্সর, ৫০-৬৪০০ ডিপিআই সেন্সিটিভিটি, বিশেষ ডিপিআই সুইচ, স্ট্যান্ডার্ড থ্রিডি স্ক্রলিং, প্রতি সেকেন্ডে ১২৫০০ ফ্রেম রেট, ২০০ ইঞ্চি ট্র্যাকিং স্পিড এবং ২০ মিলিয়ন ক্লিক সুইচ লাইফ।
মাউসটিতে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। এর দাম চার হাজার টাকা। বিজ্ঞপ্তি।
 
Top