স্মার্টফোন, পরিধানযোগ্য গ্যাজেট এবং মডেম অনলাইনে কেনায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন নিয়ে এসেছে অনলাইন ই-কমার্স শপ ‘জিপি শপ’।
মঙ্গলবার হোটেল ওয়েস্টিনে প্রথমবারের মতো কোনো মোবাইল অপারেটর একটি ই-কমার্স
সাইট আনুষ্ঠানিকভাবে চালু করল।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, নিরাপদ সেবা, অসংখ্য ব্র্যান্ড ও মডেলের ডিভাইস, আকর্ষণীয় অফার, সুবিধাজনক মূল্য পরিশোধ সুবিধা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিপি এক্সপ্রেস’-এর মাধ্যমে দেশব্যাপী সরবরাহ ও ডেলিভারি সুবিধা দিচ্ছে ‘জিপি শপ’।
এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে ক্রেতারা সহজেই মূল নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়ারেন্টিসহ নতুন মডেলের স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট কিনতে পারবেন।
‘জিপি শপ’-এ কিস্তিতে টাকা পরিশোধ করার ফ্লেক্সি পেমেন্ট অপশন ইএমআই সুবিধাসহ সারা দেশে হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে বলেও জানান ইয়াসির।
গ্রামীণফোনের হেড অব ই-কমার্স সালমান হোসেন বেগ বলেন, “ক্রেতাদের তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করতে ‘জিপি শপ’ অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে অধিক নিরাপদ HTTPS:// ব্যবহার করছে।”
সালমান জানান, বিকাশ, শিওরক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস, মাইক্যাশ এবং আইবিবিএল এমক্যাশের মতো সুবিধাজনক সবরকম পেমেন্ট সুবিধা থাকছে জিপি শপে।
নির্দিষ্ট ডিভাইস কিনতে নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি সুবিধাও রাখা হয়েছে জিপি অনলাইন শপে। জিপি শপ থেকে কোনো ডিভাইস ক্রয়ের সঙ্গে পাওয়া যাবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ২৪x৭ গ্রাহক সেবা।
গ্রামীণফোনের নির্ভরযোগ্য বিতরণ ব্যবস্থা এবং খুচরা বিক্রয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী ২৫০০ জিপি এক্সপ্রেস স্টোরের সঙ্গে যুক্ত থাকবে জিপি অনলাইন শপ।
জিপি এক্সপ্রেসে টেলিকম সংক্রান্ত সেবা ছাড়াও জিপি শপে অর্ডার এবং পণ্য সংগ্রহ করা যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, নিরাপদ সেবা, অসংখ্য ব্র্যান্ড ও মডেলের ডিভাইস, আকর্ষণীয় অফার, সুবিধাজনক মূল্য পরিশোধ সুবিধা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিপি এক্সপ্রেস’-এর মাধ্যমে দেশব্যাপী সরবরাহ ও ডেলিভারি সুবিধা দিচ্ছে ‘জিপি শপ’।
এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে ক্রেতারা সহজেই মূল নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়ারেন্টিসহ নতুন মডেলের স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট কিনতে পারবেন।
‘জিপি শপ’-এ কিস্তিতে টাকা পরিশোধ করার ফ্লেক্সি পেমেন্ট অপশন ইএমআই সুবিধাসহ সারা দেশে হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে বলেও জানান ইয়াসির।
গ্রামীণফোনের হেড অব ই-কমার্স সালমান হোসেন বেগ বলেন, “ক্রেতাদের তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করতে ‘জিপি শপ’ অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে অধিক নিরাপদ HTTPS:// ব্যবহার করছে।”
সালমান জানান, বিকাশ, শিওরক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস, মাইক্যাশ এবং আইবিবিএল এমক্যাশের মতো সুবিধাজনক সবরকম পেমেন্ট সুবিধা থাকছে জিপি শপে।
নির্দিষ্ট ডিভাইস কিনতে নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি সুবিধাও রাখা হয়েছে জিপি অনলাইন শপে। জিপি শপ থেকে কোনো ডিভাইস ক্রয়ের সঙ্গে পাওয়া যাবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ২৪x৭ গ্রাহক সেবা।
গ্রামীণফোনের নির্ভরযোগ্য বিতরণ ব্যবস্থা এবং খুচরা বিক্রয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী ২৫০০ জিপি এক্সপ্রেস স্টোরের সঙ্গে যুক্ত থাকবে জিপি অনলাইন শপ।
জিপি এক্সপ্রেসে টেলিকম সংক্রান্ত সেবা ছাড়াও জিপি শপে অর্ডার এবং পণ্য সংগ্রহ করা যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।