স্কাইপ, মেসেঞ্জারকে টেক্কা দিতে গুগল এনেছে ডুয়ো নামের অ্যাপ। সপ্তাহ না পেরোতেই গুগলের এই ভিডিও কলিং অ্যাপ গুগল প্লে স্টোরের শীর্ষে উঠে এসেছে।

ডুয়োর কারিগরি টিমের প্রধান জাস্টিন উবারটি এব টুইটে এ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিনা মূল্যের অ্যাপগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ডুয়ো। এ ছাড়া বিশ্বজুড়ে এই অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোডের জন্য ছাড়া হয়েছে।

এ বছরের মে মাসে গুগলের আই/ও সম্মেলনে ডুয়ো অ্যাপটির কথা প্রকাশ করা হয়। ১৬ আগস্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ও আইওএস প্ল্যাটফর্মে অ্যাপটি উন্মুক্ত করে গুগল।

গুগলের দাবি, তাদের তৈরি অ্যাপটি ফেসটাইম, স্কাইপ, ভাইবারের মতো অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। যাঁদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করা থাকবে, তাদের কন্টাক্ট নম্বর থাকলেই ভিডিও কল দেওয়া যাবে। দুর্বল নেটওয়ার্কেও ভালো মানের ভিডিও কল করা যাবে ডুয়োতে। এতে এনক্রিপশন প্রযুক্তি থায় ভিডিও কল হবে নিরাপদ। এ ছাড়া এতে ‘নক নক’ নামের একটি ফিচার থাকবে, যাতে কে কল করছে, তা আগে দেখে নেওয়া যাবে। তথ্যসূত্র: সিনেট।
আরও পড়ুন:
 
Top