অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-এর নতুন সংস্করণ
অ্যান্ড্রয়েড ৭.০ ছেড়েছে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল। 'নোগাট' ছদ্মনামে
ছাড়া হয়েছে এই সংস্করণ।
একই স্ক্রিনে একই সময়ে দুটি অ্যাপ চালানোর সুযোগ
দেবে মোবাইল অপারেটিং সিস্টেম-এর নতুন এই সংস্করণ। সেই সঙ্গে এটি ডিভাইস-কে আগের
চেয়ে জটিল থ্রিডি গ্রাফিক্স চালাতে সক্ষমতা দেবে বলে জানিয়েছে বিবিসি।
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ এখনই সব ডিভাইসে পাওয়া যাচ্ছে না। আপাতত এখন শুধু নেক্সাস-ব্র্যান্ডের হ্যান্ডসেট আর ট্যাবলেটে এই আপডেট পাওয়া যাবে।
আসন্ন একটি এলজি হ্যান্ডসেটে আগে থেকেই এই অ্যান্ড্রয়েড সংস্করণ চালু থাকবে বলে জানিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। কিন্তু অন্যান্য হ্যান্ডসেট নির্মাতাদের আগে নিজেদের যাচাইয়ের পরই এই অপারেটিং সিস্টেমের জন্য ডিভাইস বানাতে হবে।
এই অবস্থায় গুগল-কে হয়তো একটি 'চ্যালেঞ্জ' নিতেই হবে। প্রতিষ্ঠানটি যত বেশি সম্ভব ব্যবহারকারীকে এই আপগ্রেডের আওতায় নিয়ে আসতে চাচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটির নিজদেরে হিসাব মতেই, এর আগের অ্যান্ড্রয়েড সংস্করণে আপগ্রেড করেছিলেন মাত্র ১৫ শতাংশ।
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ এখনই সব ডিভাইসে পাওয়া যাচ্ছে না। আপাতত এখন শুধু নেক্সাস-ব্র্যান্ডের হ্যান্ডসেট আর ট্যাবলেটে এই আপডেট পাওয়া যাবে।
আসন্ন একটি এলজি হ্যান্ডসেটে আগে থেকেই এই অ্যান্ড্রয়েড সংস্করণ চালু থাকবে বলে জানিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। কিন্তু অন্যান্য হ্যান্ডসেট নির্মাতাদের আগে নিজেদের যাচাইয়ের পরই এই অপারেটিং সিস্টেমের জন্য ডিভাইস বানাতে হবে।
এই অবস্থায় গুগল-কে হয়তো একটি 'চ্যালেঞ্জ' নিতেই হবে। প্রতিষ্ঠানটি যত বেশি সম্ভব ব্যবহারকারীকে এই আপগ্রেডের আওতায় নিয়ে আসতে চাচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটির নিজদেরে হিসাব মতেই, এর আগের অ্যান্ড্রয়েড সংস্করণে আপগ্রেড করেছিলেন মাত্র ১৫ শতাংশ।