যাঁরা টেস্ট ক্রিকেট ভালোবাসেন, তাঁদের জন্য সুখবর। প্লেস্টেশন ৪ ও এক্সবক্স ওয়ানের পাশাপাশি পিসি সংস্করণ হিসেবে আসছে ‘ডন ব্র্যাডম্যান ক্রিকেট ১৭’ গেমটি। গেমটির নির্মাতা বিগ অ্যান্ট স্টুডিওস। এ বছরের ২২ ডিসেম্বর প্লেস্টেশন ৪ ও এক্সবক্স ওয়ানের জন্য গেমটি উন্মুক্ত হবে। তবে পিসি সংস্করণটি উন্মুক্ত হবে আগামী বছরের ২২ জানুয়ারি।
বিগ অ্যান্ট স্টুডিওসের প্রধান নির্বাহী রস সিমন বলেন, ‘খেলোয়াড়দের প্রতিক্রিয়া সংগ্রহ করে সম্পূর্ণ নতুন ব্যাটিং, বলিং ও ফিল্ডিং দিয়ে গেমটি সাজানো হয়েছে। এ গেমটির মাধ্যমে খেলোয়াড়েরা তাঁদের ধ্রুপদি গেম খেলার মুহূর্তগুলো ফিরে পাবেন। ডন ব্র্যাডম্যান ক্রিকেট গেমটির শুরু থেকেই সাফল্য পেয়ে আমরা আনন্দিত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়েরা এ গেমটির মাধ্যমে টেস্ট ক্রিকেট বা সংক্ষিপ্ত ম্যাচ খেলার সুবিধা পাবেন। নতুন গেমে যে ক্যারিয়ার মোড, ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে ভিজ্যুয়াল ও অ্যানিমেশন সমৃদ্ধ করা হয়েছে।’
গেমটি প্রসঙ্গে ব্র্যাডম্যান ফাউন্ডেশনের কর্মকর্তা রিনা হোর বলেন, ‘প্রথম ডন ব্র্যাডম্যান ক্রিকেট গেমে ডন ব্র্যাডম্যানের ক্রিকেট ঐতিহ্য চমৎকারভাবে ফুটে উঠেছিল। এটি বিশ্বজুড়ে ক্রিকেট-ভক্তদের গেমিং কনসোলের মাধ্যমে নিখুঁত গেম খেলার অভিজ্ঞতা দেবে। নতুন সংস্করণটিতে ভক্তরা কেমন প্রতিক্রিয়া দেখান, তা দেখতে চাই।’
এ গেমটির মাধ্যমে ইউবিসফট, ইলেকট্রনিকস আর্টের মতো গেম নির্মাতা প্রতিষ্ঠানকে অনুসরণ করা শুরু করল বিগ অ্যান্ট। তারা গেমটির পিসি সংস্করণের জন্য কোনো ডিস্ক সংস্করণ ছাড়ছে না। এটি শুধু ডিজিটাল সংস্করণে পাওয়া যাবে। তথ্যসূত্র: এনডিটিভি।
 
Top