০৮ নভেম্বর থেকে এলজি জি৫-এর জন্য 'অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট' আপডেট দেওয়া শুরু করবে প্রতিষ্ঠানটি। এছাড়া এলজি ভি২০ স্মার্টফোনটিতে কেনার সময়েই নুগাট ইনস্টল করা থাকছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট।
এলজি ভি২০ ছাড়া গুগলের নিজস্ব ফোন গুগল পিক্সেল-ই একমাত্র ডিভাইস যেটিতে আগে থেকে নুগাট ইনস্টল করা রয়েছে। আর জি৫ প্রথম ডিভাইস হিসেবে নুগাট আপডেট পাচ্ছে বলে জানানো হয়েছে।
নতুন এই আপডেট দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাংয়ের চেয়ে কিছুটা এগিয়েই থাকলো এলজি। ০৯ নভেম্বর থেকে থেকে গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ ফোনের জন্য নুগাট সংস্করণের বেটা টেস্ট চালু করার কথা রয়েছে স্যামসাংয়ের।
এলজি-এর পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ কোরীয় জি৫ ব্যবহারকারীরা সবার আগে নুগাট আপডেট পাবেন। আর এর "এক সপ্তাহের মধ্যেই" মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার গ্রাহকরা আপডেট পাবেন।
এ যাবত শুধু গুগলের নেক্সাস ডিভাইসের জন্যই নতুন এই আপডেট দিয়েছে গুগল।
 
Top