ফেইসবুক ওহয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান।
সম্প্রতি ফেইসবুকে বিজ্ঞাপন দেখাতে হোয়াটসঅ্যাপের ডেটা ব্যবহার করতে চাইলে সেখানে বাধা দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। এক্ষেত্রে ফেইসবুক গোপনীয়তা আইন ভঙ্গ করছে কি না সেটি খতিয়ে দেখার জন্য সময় নেয় ইউরোপিয়ান কমিশন। পর্যবেক্ষণের পর ডেটা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। আর তাতে সম্মতিও জানিয়েছে ফেইসবুক, তথ্য বিবিসি-এর।
যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার এলিজাবেথ ডেনহাম জানান, তিনি বিশ্বাস করেন না যে আইন মেনেই এমন পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি এবং জনগণকে অবশ্যই তার ডেটার উপর "চলমান নিয়ন্ত্রণ" দেওয়া উচিৎ। তিনি আরও জানান আপাতত এই প্রক্রিয়াতে "বিরতি" দিতে রাজী হয়েছে ফেইসবুক।
২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেইসবুক। সে সময় বলা হয়েছিল হোয়টসঅ্যাপকে স্বাধীন রাখবে প্রতিষ্ঠানটি। কিন্তু চলতি বছরের অগাস্টে প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনা হয়। আর সে কারণেই তদন্তে নামে যুক্তরাজ্যের নজরদারী সংস্থা।
ডেনহাম বলেন, "আমরা ফেইসবুকের জন্য পরিষ্কার আইন প্রনয়ণ করেছি এবং আমারা সন্তুষ্ট যে তারা এতে বিরতি দিতে রাজী হয়েছে।"
ফেইসবুক এবং হোয়াটসঅ্যাপের জন্য তিনটি নতুন নীতিমালায়ও দিয়েছে ইউরোপিয়ান কমিশন। নীতিমালাগুলো হলো-
১. গ্রাহকের ডেটা কিভাবে ব্যবহার করা হবে সেটি আরও বিস্তারিতভাবে তাদেরকে জানাতে হবে।
২. সব কিছু স্বাভাবিক করতে হোয়াটসঅ্যাপ গ্রাহকের ডেটা সীমাবদ্ধ রাখতে ৩০ দিনের বেশি সময় দেওয়া।
৩. যে কোনো সময় গ্রাহককে অঙ্গীকারনামা ভঙ্গ করার ক্ষমতা দেওয়া।
ডেনহাম জানান, এই শর্তে রাজী হয়নি ফেইসবুক। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
"ফেইসবুক যদি বৈধ সম্মতি ছাড়া ডেটা ব্যবহার শুরু করে তাহলে আমার অফিস থেকে তাদেরকে আইনী লড়াইয়ের সম্মুখীন হতে হবে," বলেন ডেনহাম।
 
Top