৬৮ বছরের মধ্যে সবচেয়ে বড় আর উজ্জ্বলতম 'সুপারমুন' সোমবার রাতের আকাশ মাতাবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৪ নভেম্বর চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী (২২১,৫২৫ মাইল) হবে। দূরত্ব কমে যাওয়ায় পৃথিবী থেকে চাঁদকে দেখতে সাধারণের চেয়ে প্রায় ৩০ শতাংশ উজ্জল আর ১৪ শতাংশ বড় দেখাবে।যুক্তরাজ্যের সময় অনুসারে, সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটে চন্দ্রোদয় হবে এবং দিগন্তের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে। তাই তখন চাঁদ সবচেয়ে বড় আর উজ্জল দেখাবে।
মঙ্গলবার সন্ধ্যায়ও এই সুপারমুন দৃশ্যমান থাকবে। তবে তা সোমবারের সুপারমুনের চেয়ে সামান্য ছোট হবে।
চলতি বছরের ১৪ ডিসেম্বর আরেকটি সুপারমুন দেখা যাবে। নাসার তথ্যানুসারে, ডিসেম্বরের সুপারমুন দেখতে ব্যর্থ হলে আগ্রহীদের অপেক্ষা করতে হবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর পর্যন্ত।
স্কাই নিউজের তথ্যমতে, সুপারমুন দেখায় আবহাওয়ার প্রভাব থাকতে পারে। কতটা পরিষ্কার দেখা যাবে তা পুরোটাই নির্ভর করবে আবহাওয়ার উপর।