বর্ষসেরা পরিধানযোগ্য গ্যাজেটের স্বীকৃতি পেয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ২। লন্ডনের শোরডিচ টাউন হলে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
আগের মাসেই বাজারে
আসে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন ওয়াচ সিরিজ ২। প্রথম সংস্করণের চেয়ে বেশ
কিছু পরিবর্তন আনায় এটি ভালো নম্বর পেয়েছে বিশেষজ্ঞদের কাছ থেকে।
লন্ডনে আয়োজিত 'ওয়্যারএবল টেক অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে 'ওয়্যারএবল অফ দ্য ইয়ার' পুরস্কার পেয়েছে স্মার্টওয়াচটি, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
ওয়্যারএবল ডটকম-এর প্রযুক্তি বিশেষজ্ঞ মাইকেল শহ জানান, আগের সংস্করণ থেকে অনেক উন্নত করা হয়েছে ওয়াচ সিরিজ ২। তিনি বলেন, "একটি স্মার্টওয়াচ কী করতে পারে এবং ফিচার সমৃদ্ধ সত্যিকার পরিধানযোগ্য গ্যাজেট কী হতে পারে সেটি দেখাতেই নতুন অ্যাপল স্মার্টওয়াচ বাছাই করা হয়।"
তিনি আরও বলেন, "আমরা যখন ডিভাইসটি পর্যালোচনা করেছিলাম এটি পাঁচ এর মধ্যে চারটি তারকা পেয়েছে।"
বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০ জন নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন এই পুরস্কার অনুষ্ঠানে।
অ্যাপল ওয়াচের পর ফিটনেস ট্র্যাকার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে গারমিন ভিভোস্মার্ট এইচআরপ্লাস। ফিটবিট চার্জ ২-কে হারিয়ে এই পুরস্কার যেতে গারমিন।
ভিআর হেডসেট হিসেবে প্লেস্টেশন ভিআর-কে হারিয়ে পুরস্কার জিতেছে এইচটিসি ভাইভ। আর বর্ষসেরা স্পোর্টস ওয়্যারএবল-এর পুরষ্কার জিতেছে মুভ।
লন্ডনে আয়োজিত 'ওয়্যারএবল টেক অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে 'ওয়্যারএবল অফ দ্য ইয়ার' পুরস্কার পেয়েছে স্মার্টওয়াচটি, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
ওয়্যারএবল ডটকম-এর প্রযুক্তি বিশেষজ্ঞ মাইকেল শহ জানান, আগের সংস্করণ থেকে অনেক উন্নত করা হয়েছে ওয়াচ সিরিজ ২। তিনি বলেন, "একটি স্মার্টওয়াচ কী করতে পারে এবং ফিচার সমৃদ্ধ সত্যিকার পরিধানযোগ্য গ্যাজেট কী হতে পারে সেটি দেখাতেই নতুন অ্যাপল স্মার্টওয়াচ বাছাই করা হয়।"
তিনি আরও বলেন, "আমরা যখন ডিভাইসটি পর্যালোচনা করেছিলাম এটি পাঁচ এর মধ্যে চারটি তারকা পেয়েছে।"
বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০ জন নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন এই পুরস্কার অনুষ্ঠানে।
অ্যাপল ওয়াচের পর ফিটনেস ট্র্যাকার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে গারমিন ভিভোস্মার্ট এইচআরপ্লাস। ফিটবিট চার্জ ২-কে হারিয়ে এই পুরস্কার যেতে গারমিন।
ভিআর হেডসেট হিসেবে প্লেস্টেশন ভিআর-কে হারিয়ে পুরস্কার জিতেছে এইচটিসি ভাইভ। আর বর্ষসেরা স্পোর্টস ওয়্যারএবল-এর পুরষ্কার জিতেছে মুভ।