জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক এমন একটি প্রোটোটাইপ টিভি তৈরি করেছে, যা সাধারণ টিভির মতো ঝকঝকে ছবি দেখাতে পারে, আবার বন্ধ করে রাখলে সেটি ‘অদৃশ্য’ হয়ে থাকে। সে​টিকে স্বচ্ছ কাচের মতো মনে হয়, যার ভেতর দিয়ে ওপাশের সবকিছু দেখা যায়!
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট প্যানাসনিকের ওই টিভি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, নতুন প্রোটোটাইপ টিভিতে ছবির মান উন্নত করেছে প্যানাসনিক। এর স্ক্রিন ওএলইডি প্রযুক্তির। প্যানাসনিকের এই টিভি ‘ট্রান্সপারেন্ট মোড’ ও ‘স্ক্রিন মোড’ সমর্থন করে।
সম্প্রতি জাপানে অনুষ্ঠিত সিয়াটেক ইলেকট্রনিক মেলায় এই টিভি প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। যখন সুইচ টিপে টিভি চালু হয়, তখন এটি স্বাভাবিক টিভির মতো দেখায় কিন্তু সুইচ বন্ধ করলেই সেটি স্বচ্ছ কাচের মতো মনে হয়। টিভি যেন অদৃশ্য। অর্থাৎ স্বচ্ছ কাচের মধ্য দিয়ে দেয়াল বা টিভির পেছনের আসবাব দেখা যাবে। স্ক্রিনটি ওপর–নিচ করা যায় বলে একে সহজেই পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করে ব্যবহার করা যায়।
প্যানাসনিক এই টিভিকে ভবিষ্যতের ডিসপ্লে স্ক্রিন বলছে। তবে এর পেছনে আর কী ধরনের প্রযুক্তি রয়েছে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।
প্যানাসনিক কর্তৃপক্ষ বলছে, এই টিভি তিন বছরের মধ্যেই বাজারে ছাড়া হবে।
তথ্যসূত্র : আইএএনএস
 
Top