মুভি টিকেট বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যানডানগোকে
সিনেমা টিকিট বিক্রি করার জন্য একটি বিশেষ স্থান তৈরি করে দিচ্ছে বিশ্বের
সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।
ফ্যানডানগো
একটি মার্কিন প্রতিষ্ঠান যারা ইন্টারনেট এবং টেলিফোন কেলের মাধ্যমে সিনেমার টিকিট
বিক্রি করে থাকে। এখন ফেইসবুকেই এই সুযোগ পাওয়া যাবে।
সাপোর্ট করা মুভির পেইজটি ভিজিট করলে স্ক্রিনের উপরে একটি বড় নীল রংয়ের বাটন দেখা যাবে এবং সেখানে লেখা থাকবে ‘বাই টিকিটস’। মোবাইলের মাধ্যমে এই বাটনটিকে ট্যাপ করলে আশপাশের সিনেমা হল এবং পছন্দমতো সময় খোঁজার সুযোগ থাকবে। কিন্তু ডেক্সটপের সেই বাটনে ক্লিক করলে সরাসরি ফ্যানডানগো-এর ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটটিতে ‘বুক নাও’ বাটনটি দেখা যাবে, যা মুভি পেইজগুলোতে আগে থেকেই আছে।
ফ্যানডানগো তরূণ দর্শকদের জন্য টিকিট কেনার পদ্ধতিটি আরও সহজ করতে চায়। এখন ইউটিউব এবং নেটফ্লিক্স-এর কারণে সিনেমা থিয়েটারগুলো হুমকির মধ্যে পড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির এমন ইচ্ছা, জানিয়েছে মার্কিন প্রযুক্তি সাইট ভার্জ।
ব্রিটিশ দৈনিক টাইমস-এর মতে, ফ্যানডানগো গ্রাহকদের কাছে পৌঁছাবার জন্য শুধু ফেইসবুক ব্যবহার করছে না। এই প্রতিষ্ঠানটি স্ন্যাপচ্যাট-এর মাধ্যমেও টিকিট বিক্রি করার চেষ্টা করছে এবং আইওএস ১০-এ আইমেসেজ অ্যাপেও এই সুযোগ আনা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায় তারা ‘অদূর ভবিষ্যতে’ ফেইসবুকে টিকিট ক্রয়ের জন্য আরও সিনেমা এবং স্থান দেওয়ার পরিকল্পনা করছে।
সাপোর্ট করা মুভির পেইজটি ভিজিট করলে স্ক্রিনের উপরে একটি বড় নীল রংয়ের বাটন দেখা যাবে এবং সেখানে লেখা থাকবে ‘বাই টিকিটস’। মোবাইলের মাধ্যমে এই বাটনটিকে ট্যাপ করলে আশপাশের সিনেমা হল এবং পছন্দমতো সময় খোঁজার সুযোগ থাকবে। কিন্তু ডেক্সটপের সেই বাটনে ক্লিক করলে সরাসরি ফ্যানডানগো-এর ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটটিতে ‘বুক নাও’ বাটনটি দেখা যাবে, যা মুভি পেইজগুলোতে আগে থেকেই আছে।
ফ্যানডানগো তরূণ দর্শকদের জন্য টিকিট কেনার পদ্ধতিটি আরও সহজ করতে চায়। এখন ইউটিউব এবং নেটফ্লিক্স-এর কারণে সিনেমা থিয়েটারগুলো হুমকির মধ্যে পড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির এমন ইচ্ছা, জানিয়েছে মার্কিন প্রযুক্তি সাইট ভার্জ।
ব্রিটিশ দৈনিক টাইমস-এর মতে, ফ্যানডানগো গ্রাহকদের কাছে পৌঁছাবার জন্য শুধু ফেইসবুক ব্যবহার করছে না। এই প্রতিষ্ঠানটি স্ন্যাপচ্যাট-এর মাধ্যমেও টিকিট বিক্রি করার চেষ্টা করছে এবং আইওএস ১০-এ আইমেসেজ অ্যাপেও এই সুযোগ আনা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায় তারা ‘অদূর ভবিষ্যতে’ ফেইসবুকে টিকিট ক্রয়ের জন্য আরও সিনেমা এবং স্থান দেওয়ার পরিকল্পনা করছে।