ফেসবুকের ফটো শেয়ার করার অ্যাপ্লিকেশন মোমেন্টস এখন ওয়েবেও ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ব্যক্তিগত অ্যালবাম এখন ওয়েব লিংকের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করার সুযোগ পাবেন মোমেন্টস ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে মোমেন্টস অ্যাপ ব্যবহারকারীরা শুধু ফেসবুকের নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করার সুযোগ পেতেন। এখন ফেসবুকে সবার সঙ্গে তা শেয়ার করতে পারবেন তাঁরা। নতুন অ্যালবাম তৈরি করে বা পুরোনো অ্যালবাম তুলে এনে নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। স্ক্রিনের নিচে তিনটি ডটের ওপর ক্লিক করলে শেয়ার লিংক অপশন আসবে। এখান থেকে একটি লিংক পাওয়া যাবে বা মেইল বা মেসেজ আকারেও পাঠানো যাবে।
হালনাগাদ মোমেন্টস অ্যাপটিতে ফুল রেজুলেশনের ছবি দেখার ও ‘ফেভোরিটস’ ট্যাব যুক্ত হয়েছে। যখন কেউ ‘ফেভোরিটস’ ট্যাবে ছবি যুক্ত করবেন তখন মোমেন্টেসে ৩০ দিনের মধ্যে ফুল রেজুলেশনে ছবি সংরক্ষিত হবে।
তথ্যসূত্র: আইএএনএস।
 
Top